News Bangladesh

ব্যবসা-বাণিজ্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:৫৭, ১৬ নভেম্বর ২০২৫

নভেম্বরের ১৫ দিনে রেমিট্যান্স এলো ১.৫২ বিলিয়ন ডলার

নভেম্বরের ১৫ দিনে রেমিট্যান্স এলো ১.৫২ বিলিয়ন ডলার

ফাইল ছবি

গত বছরের মাঝামাঝি রাজনৈতিক পরিবর্তনের পর নানা সংকট দেখা দিলেও প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্স এখনো দেশের অর্থনীতির জন্য স্থিতিশীলতার মূল ভরসা হয়ে আছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, চলতি নভেম্বরের প্রথম ১৫ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৫২ কোটি ২৭ লাখ ডলার (১.৫২ বিলিয়ন)। প্রতি ডলার ১২২ টাকা ধরা হলে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ১৮ হাজার ৫৭১ কোটি টাকা। অর্থাৎ, প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ১৫ লাখ ডলার বা ১ হাজার ২৩৮ কোটি টাকা।

চলতি ধারা অব্যাহত থাকলে নভেম্বরে রেমিট্যান্স ৩ বিলিয়ন ডলার ছাড়ানোর সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

প্রাপ্ত ১.৫২ বিলিয়ন ডলারের মধ্যে- রাষ্ট্রীয় বাণিজ্যিক ব্যাংক: প্রায় ৩৫ কোটি ডলার, বিশেষায়িত ব্যাংক (কৃষি ব্যাংক): ১৬ কোটি ৮৮ লাখ ৯০ হাজার ডলার, বেসরকারি ব্যাংক: প্রায় ১০০ কোটি ডলার, বিদেশি ব্যাংক: প্রায় ২৯ লাখ ডলার।

আরও পড়ুন: ২০১৬ সালে ব্যাংকের ছুটি ২৮ দিন

২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে ১০ নভেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ১২৫ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স ছিল ৯৭৫ কোটি ডলার। ফলে রেমিট্যান্স প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৫.৪ শতাংশ।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়