ঢাকায় বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে বাণিজ্যমেলা ১ থেকে ৩ ডিসেম্বর
ফাইল ছবি
রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আগামী ১ থেকে ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে বাণিজ্যমেলা ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৫’।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারই প্রথমবারের মতো আন্তর্জাতিক পর্যায়ের প্রতিষ্ঠানগুলোর জন্য আলাদা এই বাণিজ্যমেলার আয়োজন করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এখন থেকে বাণিজ্যমেলা হবে দুই পর্বে। দেশীয় প্রতিষ্ঠানগুলোর জন্য জানুয়ারিতে মাসব্যাপী ‘ঢাকা ট্রেড ফেয়ার (ডিটিএফ)’, আর আন্তর্জাতিক অংশগ্রহণকারীদের জন্য ডিসেম্বরের তিন দিনের ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ অনুষ্ঠিত হবে। দুটি মেলা যৌথভাবে আয়োজন করবে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।
আরও পড়ুন: আবারও ভরিতে ২,৫০৭ টাকা বেড়েছে স্বর্ণের দাম
বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, আন্তর্জাতিক পর্যায়ের মেলার লক্ষ্য হলো- বিদেশি প্রতিষ্ঠানের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে গুণগত মানসম্পন্ন পণ্য ও আধুনিক প্রযুক্তি প্রদর্শন এবং দেশীয় উদ্যোক্তাদের সঙ্গে নতুন বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলা।
নিউজবাংলাদেশ.কম/এসবি








