News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:৩৩, ১৬ নভেম্বর ২০২৫
আপডেট: ২০:৫১, ১৬ নভেম্বর ২০২৫

চট্টগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ ৪ জন নিহত

চট্টগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ ৪ জন নিহত

ছবি: সংগৃহীত

ট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বটতলা এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে শিশুসহ চারজন নিহত হয়েছেন এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। 

রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাসটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। হতাহতের মধ্যে কেউ এখনো শনাক্ত হয়নি। গুরুতর আহতদের মধ্যে ১২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে। বাকিরা সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন: গাজীপুরের গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ ইমরান জানিয়েছেন, আহতদের মধ্যে অনেকে গুরুতর অবস্থায় রয়েছেন। 

কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ জাকির রাব্বানী বলেন, “দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক।”

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়