News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৪১, ১৬ নভেম্বর ২০২৫
আপডেট: ১৯:৪২, ১৬ নভেম্বর ২০২৫

অগ্নিসংযোগ-ককটেল হামলাকারীকে গুলির নির্দেশ

অগ্নিসংযোগ-ককটেল হামলাকারীকে গুলির নির্দেশ

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ফাইল ছবি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ঢাকায় যানবাহনে অগ্নিসংযোগ বা ককটেল নিক্ষেপের চেষ্টা করলে পুলিশকে গুলি চালানোর নির্দেশ দিয়েছেন।

রবিবার (১৬ নভেম্বর) বিকেলে বেতার বার্তায় এ তথ্য প্রকাশিত হয়। সংবাদমাধ্যমকে ডিএমপির একাধিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তবে তারা নাম প্রকাশ করতে চাননি।

ডিজানতে চাইলে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সংবাদমাধ্যমকে বলেন, আমি ওয়্যারলেসে বলেছি যে কেউ বাসে আগুন দিলে, ককটেল মেরে জীবনহানির চেষ্টা করলে তাকে গুলি করতে। এটা আমাদের আইনেই বলা আছে।

এ নির্দেশনার প্রেক্ষাপটে উল্লেখযোগ্য, গত সপ্তাহে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনারও একই ধরনের নির্দেশ দিয়েছিলেন। তখনও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল।

জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণা ঘনিয়ে আসায় ১০ থেকে ১৩ নভেম্বর আওয়ামী লীগ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি দিয়েছে। এই সময় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাস ও ট্রেনে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ডিএমপির কর্মকর্তারা বলছেন, কমিশনারের এ নির্দেশনার উদ্দেশ্য পুলিশ সদস্যদের মনোবল চাঙ্গা করা। দণ্ডবিধি ৯৬ ধারায় বলা আছে, “ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে কৃত কোনো কিছুই অপরাধ নয়।”

আরও পড়ুন: পুলিশের ১৫ ঊর্ধ্বতন কর্মকর্তার পদায়ন ও বদলি

তবে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক) এই ধরনের নির্দেশকে উদ্বেগজনক হিসেবে দেখেছে। তাদের ভাষ্য, সন্দেহভাজন অপরাধীকেও আইনি প্রক্রিয়া ছাড়া হত্যা বা গুলি চালানোর নির্দেশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়