দুর্নীতির প্রতিবাদে ফিলিপাইনের রাস্তায় হাজারো মানুষের বিক্ষোভ
ছবি: সংগৃহীত
বন্যা-নিয়ন্ত্রণ প্রকল্পে ব্যাপক দুর্নীতি ও প্রেসিডেন্ট ফের্দিনান্দ মারকোস জুনিয়রের ঘনিষ্ঠ ব্যক্তিদের জড়িত থাকার অভিযোগে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় বিক্ষোভে নেমেছে হাজার হাজার মানুষ।
স্থানীয় সময় রবিবার (১৬ নভেম্বর) তিন দিনের এই বিক্ষোভ শুরু হয়। দেশজুড়ে হাজারো বন্যা-নিয়ন্ত্রণ প্রকল্পে নিম্নমানের উপাদান ব্যবহারের তথ্য প্রকাশের পর দেশটির জনগণ রাস্তায় নেমে এসে এ বিক্ষোভ শুরু করে। খবর আল জাজিরার।
পুলিশ জানায়, দুপুরের আগেই প্রায় ২৭ হাজার চার্চ অফ ক্রাইস্ট সদস্য ম্যানিলার রিজাল পার্কে জড়ো হয়। সাদা পোশাক ও দুর্নীতিবিরোধী প্ল্যাকার্ড হাতে তারা বিকেলের বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছিলেন।
আরও পড়ুন: যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীকে স্থায়ী হতে অপেক্ষা করতে হবে ২০ বছর
চার্চের মুখপাত্র এডউইন জাবালা বলেন, বহু সরকারি কর্মকর্তার দুর্নীতিকে নিন্দা জানানোই এই তিন দিনের সমাবেশের উদ্দেশ্য।
এদিকে অন্যান্য সংগঠনও একই দিন বিকেলে কেজন সিটির পিপল পাওয়ার মনুমেন্টে পৃথক দুর্নীতিবিরোধী বিক্ষোভ করার ঘোষণা দিয়েছে।
প্রতিবাদের আগে ফিলিপাইনের সামরিক বাহিনী সরকারকে সমর্থন পুনর্ব্যক্ত করেছে। পুলিশ জানিয়েছে, নিরাপত্তার জন্য অন্তত ১৫ হাজার পুলিশ মোতায়েন করা হবে।
এই বিক্ষোভ মারকোসের চাচাতো ভাই ও সাবেক পার্লামেন্ট স্পিকার মার্টিন রোমুয়ালদেজসহ বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ওঠার পর আরও তীব্র রূপ পায়। অভিযোগে বলা হয়, এসব ব্যক্তিরা নিম্নমানের বা সম্পূর্ণ অবাস্তব ‘ঘোস্ট ইনফ্রা’ প্রকল্পে বিপুল অর্থ আত্মসাৎ করেছেন।
সাম্প্রতিক ঝড়ে দেশজুড়ে অন্তত ২৫৯ জন নিহত হওয়ার পর, জনরোষ আরও তীব্র হয়েছে। মারকোস প্রতিশ্রুতি দিয়েছেন, ক্রিসমাসের আগেই দোষীদের জেলে পাঠানো হবে।
ফিলিপাইনের অর্থ মন্ত্রণালয় হিসেব করে দেখেছে, ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে দেশটির বন্যা-নিয়ন্ত্রণ খাতে প্রায় ১১৮.৫ বিলিয়ন পেসো (২ বিলিয়ন ডলার) দুর্নীতির কারণে নষ্ট হয়েছে।
এক তদন্ত কমিশন ইতোমধ্যে দুর্নীতির অভিযোগে ৩৭ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছে।
নিউজবাংলাদেশ.কম/এনডি








