News Bangladesh

ক্যাম্পাস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৩০, ১৬ নভেম্বর ২০২৫
আপডেট: ১৮:৩০, ১৬ নভেম্বর ২০২৫

শাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১৭ ডিসেম্বর

শাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১৭ ডিসেম্বর

ছবি: সংগৃহীত

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ। 

রবিবার (১৬ নভেম্বর) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তফসিল প্রকাশ করা হয়। তফসিল অনুযায়ী আগামী ১৭ ডিসেম্বর শাকসু ও হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

তফশিল অনুযায়ী, নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ২০ নভেম্বর। ভোটার তালিকার বিষয়ে আপত্তি গ্রহণ শেষ তারিখ ২২ নভেম্বর বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এরপর ২৩ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

মনোনয়নপত্র বিতরণ ২৪ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত। বিতরণ ও জমাদান ২৫ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত। মনোনয়ন জমাদানের শেষ তারিখ ২৬ নভেম্বর বিকেল সাড়ে তিনটা পর্যন্ত।

মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ২৭ নভেম্বর। এরপর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ২৮ নভেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৩০ নভেম্বর বিকেল সাড়ে তিনটা পর্যন্ত। প্রার্থিতার বিষয়ে আপিল গ্রহণ ও নিষ্পত্তি ১ ডিসেম্বর বিকাল ৪টা পর্যন্ত। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২ ডিসেম্বর।

আরও পড়ুন: জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ

নির্বাচনে ভোটগ্রহণ করা হবে আগামী ১৭ ডিসেম্বর সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত। নির্বাচনের ফলাফলও একই দিন প্রকাশ করা হবে। এদিন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের পাশাপাশি হল সংসদের নির্বাচনও অনুষ্ঠিত হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়