News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৫০, ২০ অক্টোবর ২০২৫

বর্ষা-মাহিরের প্রেমের বলি ছাত্রদল নেতা জুবায়েদ

বর্ষা-মাহিরের প্রেমের বলি ছাত্রদল নেতা জুবায়েদ

জুবায়েদ হোসাইন। সংগৃহীত ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইনের খুনের ঘটনায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ছাত্রী বর্ষা শাবনাম জানিয়েছেন, বর্ষা ও তার বয়ফ্রেন্ড মাহির রহমানের প্রেমের জেরে ঘটেছে এই হত্যাকাণ্ড। তবে জুবায়েদের খুনের বিষয়ে বর্ষা কিছু জানতেন না বলে জানিয়েছেন পুলিশকে।

সোমবার (২০ অক্টোবর) সকালে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বর্ষাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে এসব তথ্য জানান।

তিনি জানান, বর্ষার সাথে মাহিরের ৯ বছরের সম্পর্ক ছিল। সম্প্রতি তাদের মধ্যে মনমালিন্য ঘটে। বর্ষা মাহিরকে জানিয়েছিলেন, তিনি জুবায়েদকে পছন্দ করেন। রাগ ও ক্ষোভে মাহির ও তার এক বন্ধু জুবায়েদকে হত্যা করেছে। বর্ষা ও জুবায়েদের মধ্যে কোনো প্রেমিক সম্পর্ক বা ব্যক্তিগত যোগাযোগ ছিল না।

ওসি আরও জানান, বর্ষার পরিচয় জুবায়েদের বন্ধু সৈকতের সঙ্গে ফেসবুকের মাধ্যমে হয়েছিল। হত্যার পর বর্ষা সৈকতকে মৃত্যুর খবর মেসেজ করেছে। বর্ষার মধ্যে জিজ্ঞাসাবাদে কোনো নার্ভাসনেস বা হতাশার ছাপ পাওয়া যায়নি।

আরও পড়ুন: জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

জুবায়েদ হোসাইন বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণের সভাপতি ও শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ছিলেন। গত এক বছর ধরে তিনি ছাত্রী বর্ষাকে পড়াতেন। রবিবার বিকাল ৪টা ৪৫ মিনিটের দিকে জুবায়েদকে তার বাসার তিন তলায় খুন করা হয়। হত্যাকাণ্ডের পর শিক্ষার্থীরা বংশাল থানার সামনে বিক্ষোভ করে এবং তাতীবাজার মোড় অবরোধ করে। পুলিশ রাতে ছাত্রী বর্ষাকে হেফাজতে নেয় এবং জুবায়েদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল পাঠায়।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়