২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন রোগী ২০০, মৃত্যু শূন্য
ফাইল ছবি
দেশে ডেঙ্গু পরিস্থিতি সামগ্রিকভাবে স্থিতিশীল থাকলেও নতুন আক্রান্ত রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
শুক্রবার (৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৪ জন, চট্টগ্রাম বিভাগে ৯২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪ জন, ঢাকা উত্তর সিটিতে ৭২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৬ জন এবং খুলনা বিভাগে ২ জন রয়েছেন।
এছাড়া, একই সময়ে ২২৬ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, যা চলতি বছর পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৪,৬২৪ জন ডেঙ্গু রোগীর।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৫
২০২৫ সালের জানুয়ারি থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত দেশে ৯৬,৮২৭ জন রোগী ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৩৯৪ জনের মৃত্যু ঘটেছে। তুলনামূলকভাবে, ২০২৪ সালে এক বছরে ১,০১১,২১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হন এবং ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। ২০২৩ সালে মোট ৩,২১,১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি এবং ১,৭০৫ জনের মৃত্যু হয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃপক্ষ জনসচেতনতা এবং যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতি জনগণকে সতর্ক করেছে, বিশেষ করে ঢাকার বিভিন্ন সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গু প্রতিরোধের জন্য স্বচ্ছ পানি ও মশক নিধন কার্যক্রম আরও জোরদার করার প্রয়োজন রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








