বড় কোনো সংকট না হলে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি
ছবি: সংগৃহীত
বড় ধরনের কোনো জাতীয় সংকট বা বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি না হলে সরকার ঘোষিত ফেব্রুয়ারি মাসের নির্বাচনের জন্য বিএনপি সম্পূর্ণ প্রস্তুত আছে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে তিনি তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন ও দলীয় মনোনয়ন নিয়ে মন্তব্য করেন।
শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রামের সরদার পাড়া জামে মসজিদে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলের শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী এসব কথা বলেন।
তিনি জানান, সরকারের ঘোষণার পরিপ্রেক্ষিতে দলের নির্বাচনী প্রস্তুতি ইতিমধ্যে সম্পূর্ণ করা হয়েছে এবং বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি না হলে নির্ধারিত সময়ে নির্বাচনে অংশ নেবে বিএনপি।
রিজভী তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি পারিবারিক সিদ্ধান্তের ব্যাপার হিসেবে উল্লেখ করে বলেন, তারেক রহমান গণমানুষের নেতা। তার মায়ের অসুস্থতা বিবেচনায় নিয়ে তিনি উপযুক্ত সময়ে নিজের সিদ্ধান্তে দেশে ফিরবেন।
আরও পড়ুন: বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি যোগ করেন যে পরিবারের এই বিষয়গুলো বাইরের কারও নির্দেশে নয়, তারেক নিজ সিদ্ধান্তেই মোকাবেলা করবেন।
দলীয় মনোনয়ন নিয়ে বিভিন্ন জেলায় যে বিরোধ দেখা দিয়েছে—এ প্রসঙ্গেও রিজভী বলেন, নির্বাচনী পরিস্থিতি চলমান থাকলে দলীয় সর্বস্তরের কর্মী-সমর্থকরা ‘ধানের শীষ’ প্রতীক নিয়েই একযোগে কাজ করবে এবং অভ্যন্তরীণ বিরোধ দ্রুত মিটিয়ে মনোনয়ন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হবে বলে প্রত্যাশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, সফিকুল ইসলাম বেবুসহ স্থানীয় অনেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলের আগে কুড়িগ্রামের কয়েকটি এতিমখানা ও অসহায় পরিবারের মাঝে মাংস বিতরণ করা হয়—রিজভীর পক্ষে রোগমুক্তি কামনায় এটি করা হয়েছিল; কিছু স্থানে সদকায় জারিয়ার অংশ হিসেবে তিনটি ছাগলও বিতরণ করা হয়।
নিউজবাংলাদেশ.কম/পলি








