যারা মাইনাস ফোরের কথা বলছেন, তারা স্বৈরাচারের দোসর: প্রেস সচিব
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সংগৃহীত
বিনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের কোনো বাধা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। একইসঙ্গে তিনি বলেছেন, যারা মাইনাস ফোরের কথা বলছেন, তারা স্বৈরাচারের দোসর।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে মাগুরা সরকারি মডেল স্কুল মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
‘মাইনাস ফোর ফর্মুলা’ প্রসঙ্গে তিনি বলেন, “যারা মাইনাস ফোরের কথা বলছেন, তারা স্বৈরাচারের দোসর দলের লোক। সরকারের পক্ষ থেকে কখনোই মাইনাস ফোরের কথা বলা হয়নি। যে ব্যক্তি মাইনাস হয়েছেন, তিনি হত্যাযোগ্য অপরাধের কারণে মাইনাস হয়েছেন।”
প্রেস সচিব আরও বলেন, ১৫ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অবশ্যই অনুষ্ঠিত হবে। কোনো শক্তিই নির্বাচনে বাধা দিতে পারবে না। সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা হবে।
আরও পড়ুন: হাসিনাকে ফেরাতে ভারতের কোনো সাড়া পাওয়া যায়নি: পররাষ্ট্র উপদেষ্টা
জাতীয় পার্টির নির্বাচন অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, “জাতীয় পার্টি স্বৈরাচারের দোসর দল। তারা চাইলে নির্বাচনে অংশ নিতে পারে, এটি তাদের নিজস্ব সিদ্ধান্ত। ইতিহাস বলবে, আওয়ামী লীগের অপকর্ম- সেটি হয়েছিল জাতীয় পার্টির সহযোগিতায়।”
নিউজবাংলাদেশ.কম/এসবি








