News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:০৩, ৩ ডিসেম্বর ২০২৫

অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে আপিলের আদেশ বৃহস্পতিবার

অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে আপিলের আদেশ বৃহস্পতিবার

ফাইল ছবি

অন্তবর্তীকালীন সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে লিভ টু আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামীকাল আদেশ দেবেন আপিল বিভাগ। 

বুধবার (৩ ডিসেম্বর) শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সমন্বয়ে গঠিত ৭ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এ দিন ধার্য করেন।

এর আগে, গত বছরের ডিসেম্বরে রিটটি দায়ের করেন সিনিয়র আইনজীবী মহসিন রশিদ। যদিও তার এমন যুক্তি আমলে নেননি হাইকোর্ট। খারিজ করে দেয়া হয়েছিল রিটটি।

আরও পড়ুন: মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে দিনাজপুর

শুনানি করেন অ্যার্টনি জেনারেল, অতিরিক্ত অ্যার্টনি জেনারেল এবং একজন আইনজীবী। এ সময়, রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, ভ্রান্ত ধারণার ওপর ভিত্তি করে অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়েছে। 

এ মামলার শুনানিতে আইনজীবীরা বলেন, গণঅভ্যুত্থানের পর গঠন হওয়া সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। যে সরকার শপথ নেয়ার পর সুপ্রিম কোর্ট পুনঃগঠন করেছে, সেই আদালতে গিয়েই সেই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা স্ববিরোধী। 

যদিও রিটকারী আইনজীবীর মূল যুক্তি হচ্ছে, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতিরা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন। ফলে তারা সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সরকার গঠনের বিষয়ে রাষ্ট্রপতির রেফারেন্সের মতামত দেয়ার সুযোগ নেই। এতে বর্তমান সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া অবৈধ হয়েছে। 

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়