শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে যেদিন
ফাইল ছবি
২০২৭ সালের ২ আগস্ট বিরল ধরনের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এটি ইউরোপ, উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কিছু এলাকায় ৬ মিনিট পর্যন্ত অন্ধকার সৃষ্টি করবে, যা শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ হিসেবে ধরা হচ্ছে।
সূর্যগ্রহণটি পূর্ব আটলান্টিক থেকে শুরু হয়ে উত্তর আফ্রিকার মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া ও মিসরের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য ও ভূমধ্যসাগরের অংশ অতিক্রম করবে। মিসরের লাক্সর ও আসওয়ান শহরে পূর্ণগ্রাসের সময়কাল সবচেয়ে দীর্ঘ হবে।
পূর্ণগ্রাসের সময় সূর্য কয়েক মিনিটের জন্য দেখা যাবে না, আকাশের উজ্জ্বলতা ম্লান হয়ে যাবে এবং তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে সূর্যের করোনা অন্ধকার ডিস্কের চারপাশে মৃদুভাবে ঝলক দেখাবে।
আংশিক সূর্যগ্রহণ ইউরোপ, পশ্চিম এশিয়া ও পূর্ব আফ্রিকার কিছু দেশে দেখা যাবে। তবে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং এশিয়ার বেশির ভাগ দেশ থেকে সূর্যগ্রহণ দেখা যাবে না।
আরও পড়ুন: মঙ্গলগ্রহে প্রথমবারের মতো বজ্রপাতের শব্দ রেকর্ড!
পূর্ণগ্রাস সূর্যগ্রহণ তখন ঘটে যখন চাঁদ সরাসরি সূর্য ও পৃথিবীর মাঝখানে অবস্থান করে। এতে দিনের আলো ম্লান হয়ে যায়, বাতাসের ধরন পরিবর্তিত হতে পারে, এবং বিভিন্ন প্রাণীর আচরণও সাময়িকভাবে পরিবর্তিত হয়। সূত্র: এনডিটিভি
নিউজবাংলাদেশ.কম/এসবি








