News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:০২, ১ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১২:০৪, ১ ডিসেম্বর ২০২৫

প্লট দুর্নীতির মামলায় হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড

প্লট দুর্নীতির মামলায় হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড

ফাইল ছবি

ঢাকার বিশেষ জজ আদালত-৪ সোমবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও ভাগ্নি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির মামলার রায় ঘোষণা করেছে।

সোমবার (১ ডিসেম্বর) আদালতের বিচারক রবিউল আলম অভিযোগ প্রমাণিত হওয়ায় শেখ হাসিনাকে ৫ বছর, শেখ রেহানাকে ৭ বছর ও টিউলিপকে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর মঈনুল হাসান বলেন, “সব সাক্ষ্য-প্রমাণে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি। সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা ছিল আমাদের।”

রায় ঘোষণার দিন আদালত এলাকায় কড়া নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশ ও বিজিবি সদস্যরা আদালতের প্রধান ফটক ও বারান্দায় সতর্ক অবস্থানে ছিলেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, শেখ রেহানার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগ দায়ের করা হয় চলতি বছরের ১৩ জানুয়ারি। তদন্ত শেষে আরও দুই আসামি যুক্ত হয়ে মোট ১৭ জনকে আসামি করা হয়।

আরও পড়ুন: পূর্বাচল প্লট জালিয়াতি মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের রায় আজ

মামলার অন্যান্য আসামিরা হলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারা, রাজউকের সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা ও সাবেক মন্ত্রীসদস্যরা। বিচার চলাকালীন ৩২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ নেওয়া হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়