News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪৯, ১ ডিসেম্বর ২০২৫

হাসিনা-রেহানা-টিউলিপের মামলার রায় ঘিরে আদালতে নিরাপত্তা জোরদার

হাসিনা-রেহানা-টিউলিপের মামলার রায় ঘিরে আদালতে নিরাপত্তা জোরদার

ছবি: সংগৃহীত

ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে করা দুর্নীতির মামলার রায় সোমবার ঘোষণা করা হবে। মামলার প্রধান আসামি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা সিদ্দিক এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিক।

সোমবার (১ ডিসেম্বর)  রায় বেলা ১১টায় ঘোষণা করবেন বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন।

রায়ের কারণে আদালত ও আশেপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আদালতের প্রবেশপথে অতিরিক্ত তল্লাশিচৌকি বসানো হয়েছে এবং পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‍্যাবের টহল টিম মোতায়েন রয়েছে।

এদিন সকাল ৯টা ৩০ মিনিটের দিকে মামলার একমাত্র কারাবন্দী আসামি, রাজউকের সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মো. খুরশীদ আলম, আদালতে হাজির করা হয়।

আরও পড়ুন: সশস্ত্র বাহিনীর বঞ্চিত সদস্যদের ন্যায়বিচার নিশ্চিত করবে সরকার: প্রধান উপদেষ্টা

শেমামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন- গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন ও মেজর (অব.) সামসুদ্দীন আহমদ চৌধুরী; রাজউকের সাবেক পরিচালক মো. নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, উপপরিচালক নায়েব আলী শরীফ, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়