তাইওয়ানে সর্ববৃহৎ এআই হার্ডওয়্যার কেন্দ্র খুললো গুগল
ফাইল ছবি
আলফাবেটের (গুগলের মূল প্রতিষ্ঠান) নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং সেন্টার বৃহস্পতিবার তাইওয়ানে উদ্বোধন করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে এটি গুগলের সর্ববৃহৎ এআই কেন্দ্র হিসেবে পরিচিত।
তাইওয়ান বিশ্বের সর্ববৃহৎ চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান টিএসএমসি’র ঘর, যার চিপগুলো এনভিডিয়াসসহ বিভিন্ন প্রতিষ্ঠান ব্যবহার করছে। গুগলের নতুন কেন্দ্রের মূল কাজ হবে চিপ ইন্টিগ্রেশন, যার মধ্যে থাকবে গুগলের টিপিইউ এআই প্রসেসর, যা সার্ভারে সংযুক্ত করা হবে।
গুগল ২০২০ সালে তাইওয়ানে তাদের ইনফ্রাস্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং টিম গঠন করেছিল, যা এখন তিনগুণ বৃদ্ধি পেয়েছে। নতুন কেন্দ্রের জন্য কয়েকশ’ কর্মী নিয়োগ করা হবে। এছাড়া গুগল ইতিমধ্যেই তাইওয়ানে দুইটি কনজিউমার ইলেকট্রনিক্স হার্ডওয়্যার সেন্টার ও একটি ডেটা সেন্টার (২০১৩ থেকে) পরিচালনা করছে।
তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে বলেন, “তাইওয়ান নিরাপদ ও বিশ্বাসযোগ্য এআই উন্নয়নের কেন্দ্র হিসেবেও গুরুত্বপূর্ণ।”
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রেমন্ড গ্রিন বলেন, “নতুন কেন্দ্র দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।”
গুগল ক্লাউডের ভাইস প্রেসিডেন্ট আমের মাহমুদ জানান, “এটি শুধু অফিস নয়, এটি একটি এআই উদ্ভাবন ইকোসিস্টেমে বিনিয়োগ।”
আরও পড়ুন: জাতীয় নির্বাচন প্রতিহত করলে ব্যবস্থা নেওয়া হবে: সিইসি
চীনের সঙ্গে রাজনৈতিক উত্তেজনার মাঝেও তাইওয়ান যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। নতুন কেন্দ্র তাইওয়ানকে আন্তর্জাতিক মানের এআই উদ্ভাবনের কেন্দ্র হিসেবে আরও এগিয়ে নিয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








