News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:১৪, ২৬ নভেম্বর ২০২৫

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর ঢাকা

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর ঢাকা

ছবি: সংগৃহীত

প্রতিনিয়ত বেড়ে চলেছে রাজধানী ঢাকার জনসংখ্যা ও পরিধি। সম্প্রতি জাতিসংঘের নতুন প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ঢাকা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর, আর ২০৫০ সালের মধ্যে এটি শীর্ষে উঠে আসবে।

বুধবার (২৬ নভেম্বর) আলজাজিরা সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে বিশ্বের বৃহত্তম শহর হিসেবে পরিচিত ছিল জাপানের রাজধানী টোকিও, কিন্তু এবার তা পিছিয়ে গেছে। বর্তমানে শীর্ষে আছে ইন্দোনেশিয়ার জাকার্তা, দ্বিতীয়ে ঢাকা এবং তৃতীয়ে টোকিও।

জাতিসংঘের তথ্য অনুযায়ী: জাকার্তা: ৪ কোটি ১৯ লাখ বাসিন্দা, ঢাকা: ৩ কোটি ৬৬ লাখ, টোকিও: ৩ কোটি ৩৪ লাখ।

জাতিসংঘের ওয়ার্ল্ড আর্বানাইজেশন প্রসপেক্ট ২০২৫ রিপোর্টে আরও বলা হয়েছে, বিশ্বে বর্তমানে ৩৩টি মেগাসিটি রয়েছে। ১৯৭৫ সালে এই সংখ্যা ছিল মাত্র ৮টি। মেগাসিটি বলতে এমন শহর বোঝায় যেখানে ১ কোটি বা তার বেশি মানুষ বসবাস করেন।

শীর্ষ ১০ মেগাসিটির মধ্যে ৯টির অবস্থান এশিয়ায়। এদের মধ্যে উল্লেখযোগ্য: নয়াদিল্লি: ৩ কোটি ২ লাখ, সাংহাই: ২ কোটি ৯৬ লাখ, গুয়াংজু: ২ কোটি ৭৬ লাখ, মানিলা: ২ কোটি ৪৭ লাখ, কলকাতা: ২ কোটি ২৫ লাখ, সিউল: ২ কোটি ২৫ লাখ।

এশিয়ার বাইরে একমাত্র শহর মিসরের কায়রো, যেখানে ৩ কোটি ২০ লাখ মানুষ বসবাস করেন। অন্যদিকে আমেরিকার সবচেয়ে বড় শহর সাও পাওলো (১ কোটি ৮৯ লাখ) এবং সাব-সাহারান আফ্রিকার মধ্যে সবচেয়ে বড় লাগোস।

আরও পড়ুন: ভোরে স্পষ্ট হলো কড়াইল বস্তির আগুনের ভয়াবহতা

জাতিসংঘ বলেছে, ঢাকার জনসংখ্যা বৃদ্ধির মূল কারণ হলো প্রত্যন্ত অঞ্চলের মানুষ রাজধানীতে চলে আসা, যাদের মধ্যে অনেকে কাজের সন্ধানে, কেউ বন্যা বা সমুদ্রস্তর বৃদ্ধির ঝুঁকি এড়াতে ঢাকায় পাড়ি জমাচ্ছেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়