News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৩৮, ২৫ নভেম্বর ২০২৫

ভিন্ন রঙের ব্যালটে গণভোট: আইন উপদেষ্টা

ভিন্ন রঙের ব্যালটে গণভোট: আইন উপদেষ্টা

ফাইল ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ-২০২৫ অনুমোদন দেওয়া হয়েছে। 

মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত বৈঠক শেষে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল সাংবাদিকদের এ তথ্য জানান।

আইন উপদেষ্টা জানান, ভোটারদের সুবিধার্থে গণভোটের ব্যালটপত্র জাতীয় নির্বাচনের ব্যালট থেকে পৃথক রঙের হবে। 

তিনি বলেন, যাতে কেউ বিভ্রান্ত না হন, সে জন্যই ব্যালটপত্রের রঙ আলাদা রাখা হচ্ছে। অধ্যাদেশের গেজেট আজ অথবা কালকের মধ্যে প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে।

সংসদ নির্বাচনের জন্য নিয়োগপ্রাপ্ত রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসাররাই গণভোট পরিচালনার দায়িত্ব পালন করবেন। অর্থাৎ একই কাঠামোতে জাতীয় নির্বাচন ও গণভোট সম্পন্ন হবে।

আরও পড়ুন: শর্ট সার্কিট থেকেই কার্গো ভিলেজে আগুন: প্রেস সচিব

গণভোটে ভোটারদের সামনে থাকবে একটি স্পষ্ট প্রশ্ন, যার উত্তরে তারা ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দেবেন। জাতীয় নির্বাচনের ভোটগ্রহণের সময়ই গণভোট অনুষ্ঠিত হবে।

ড. আসিফ নজরুল জানান, গণভোটকে ঘিরে ব্যাপক প্রচারণা আগামী দুই-তিন দিনের মধ্যে শুরু হবে। সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় জনগণের কাছে বিষয়টি সহজভাবে তুলে ধরবে। 

তিনি উল্লেখ করেন, জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশকৃত ৩০টি সংস্কার প্রস্তাব বাস্তবায়নে নির্বাচনে জয়ী দল বাধ্য থাকবে—এটি সহ মোট চারটি পয়েন্টে জনগণের মতামত নেওয়া হবে।

এর আগে, গত ২০ নভেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে গণভোট আইন অনুমোদিত হয়। জনমত যাচাইয়ের অংশ হিসেবে সরকার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজনের সিদ্ধান্ত নেয়।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়