News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪৬, ২৩ নভেম্বর ২০২৫

ব্যানার টানানো নিয়ে তিতুমীর কলেজে ছাত্রদল-শিবিরের মুখোমুখি সংঘর্ষ

ব্যানার টানানো নিয়ে তিতুমীর কলেজে ছাত্রদল-শিবিরের মুখোমুখি সংঘর্ষ

ছবি: সংগৃহীত

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ব্যানার টানানোকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনাপূর্ণ সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

শনিবার (২২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার পর কলেজের প্রধান ফটকে এ সংঘর্ষ শুরু হয় এবং রাত ১২টার দিকে তা তীব্র আকার ধারণ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে কলেজের মূল ফটকে ব্যানার টানায় শাখা ছাত্রশিবির। তবে ব্যানারটি স্বাধীনতা গ্রাফিতি আড়াল করে ফেলায় ছাত্রদল নেতারা সেটি খুলে ফেলেন। পরে পুনরায় ব্যানার টানাতে গেলে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক থেকে সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হন। আহতদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এ সময় পেশাগত দায়িত্ব পালনকালে সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের রিপোর্টার তাওসিফ মাইমুন, ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি আল-আমিন মৃধা এবং তরুণ কণ্ঠের প্রতিনিধি সাদিক হামলার শিকার হন।

আরও পড়ুন: সাত কলেজ নিয়ে আসছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

ঘটনার খবর পেয়ে বনানী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

বনানী থানার ওসি রাসেল সারোয়ার জানান, নতুন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ব্যানার টানানোকে কেন্দ্র করেই সংঘর্ষের সূত্রপাত হয়। রাত ১টার দিকে তিনি নিশ্চিত করেন যে পরিস্থিতি শান্ত হয়েছে, তবে উত্তেজনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসানও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তবে তিনি বলেন, ঠিক কোন ব্যানার বা কারা টানাতে গিয়েছিল সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব হয়নি।

রাত সাড়ে ১২টার পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়। বনানী থানার এসআই জুয়েল সরকার জানান, কলেজের সামনের সড়কে যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়