বাস-ইজিবাইকের সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত
ছবি: সংগৃহীত
দিনাজপুরে মিনিবাসের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। এছাড়া আরও ২ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন- মাজিয়া বেগম (১৫), সাবিহা (১৫), মর্জিনা খাতুন (৫৫) ও এক শিশু। আহতরা হলেন- সারজিনা বেগম (৩১) ও অটোচালক রুবেল (৩২)।
তারা সবাই সদর উপজেলার কমলপুর ইউনিয়নের কুতুইর গ্রামের একই পরিবারের সদস্য।
শনিবার (২২ নভেম্বর) দুপুরে দিনাজপুর-দশমাইল হাইওয়ের নশিপুরে গণগবেষণা কেন্দ্র সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সুন্দরগঞ্জে ধানের শীষে প্রার্থী পরিবর্তনের দাবিতে মিছিল ও সমাবেশ
হাইওয়ে থানার সাব ইন্সপেক্টর রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ নুরুজ্জামান জানান, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
নিউজবাংলাদেশ.কম/এনডি








