News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১১, ২২ নভেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঐতিহাসিক হবে: ইসি সানাউল্লাহ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঐতিহাসিক হবে: ইসি সানাউল্লাহ

ফাইল ছবি

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে একটি ঐতিহাসিক নির্বাচন, যার মাধ্যমে দেশের গণতন্ত্রের পুনঃসূচনা হবে।

শনিবার (২২ নভেম্বর) সকালে রাজধানীতে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস আয়োজিত এক কর্মশালায় তিনি এ কথা বলেন।

সানাউল্লাহ বলেন, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অপতৎপরতা ও এআই প্রযুক্তির অপব্যবহার ঠেকানো এবারের নির্বাচনের অন্যতম বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও জানান, আসন্ন নির্বাচনে রেকর্ডসংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক অংশগ্রহণ করবে। তারা সবাই একটি ঐতিহাসিক নির্বাচনের প্রক্রিয়ার সাক্ষী হতে আগ্রহী।

আরও পড়ুন: দেশে আবারও ভূমিকম্প

এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে বলে সম্ভাবনা রয়েছে। এজন্য প্রায় ৬০ দিনের ব্যবধান রেখে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই তফসিল ঘোষণা করা হতে পারে। তবে সুনির্দিষ্ট দিনক্ষণ এখনো নির্ধারিত হয়নি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়