পুলিশের সঙ্গে অসদাচরণ দুঃখজনক: ডিএমপি কমিশনার
ছবি: সংগৃহীত
রাজধানীতে অরাজকতা প্রতিহত করতে গিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে অসদাচরণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী।
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
কমিশনার বলেন, পুলিশ যখন অরাজকতা ঠেকানোর চেষ্টা করছিল, তখন আমার অফিসারদের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। আমি অনুরোধ করবো, আমার অফিসারদের সঙ্গে এ ধরনের আচরণ করবেন না।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, সাইবার সাপোর্ট সেন্টারে থাকবে আধুনিক প্রযুক্তিযুক্ত ল্যাব, দক্ষ তদন্তকারী দল, ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ এবং ২৪ ঘণ্টার রেসপন্স টিম। ফেসবুক পেজ, ইমেইল ও ডিবির অনলাইন চ্যানেলের মাধ্যমে নাগরিকরা সরাসরি অভিযোগ জানাতে পারবেন।
তিনি বলেন, আমাদের লক্ষ্য একটাই—প্রযুক্তিনির্ভর, সময়োপযোগী ও প্রমাণভিত্তিক পুলিশ সেবা নিশ্চিত করা।
কমিশনার বিশেষভাবে উল্লেখ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নারী ও কিশোরদের ওপর হয়রানির ঘটনা দ্রুত সমাধানে সাইবার সাপোর্ট সেন্টার কাজ করবে।
আরও পড়ুন: একই দিনে তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
তিনি বলেন, হয়রানির শিকার হলে যাতে দ্রুত সাপোর্ট পাওয়া যায়—এটাই আমাদের অন্যতম প্রধান অঙ্গীকার।
সাইবার নিরাপত্তা শুধু পুলিশের দায়িত্ব নয় উল্লেখ করে তিনি বলেন, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া নিরাপদ অনলাইন পরিবেশ গড়ে তোলা সম্ভব নয়। তিনি সবাইকে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানান।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কমিশনার বলেন, দুর্বৃত্তরা যদি ককটেল ছোড়ে বা বাসে আগুন দেওয়ার চেষ্টা করে, পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।
তিনি স্পষ্ট করে বলেন, গুলির নির্দেশ আমার নয়, আইনেই বলা আছে। ঢাকাবাসীর জান ও মালের নিরাপত্তা দিতে আইন প্রয়োগ করবে পুলিশ।
সংবাদ সম্মেলনে তিনি সাম্প্রতিক অরাজকতা ও সহিংসতার প্রসঙ্গ টেনে বলেন, এসব কর্মকাণ্ড সমাজে অস্থিরতা সৃষ্টি করে এবং পুলিশের মনোবল ভেঙে দেয়। পল্লবী থানার সামনে ককটেল বিস্ফোরণে এক পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।
এদিকে, একই দিনে সুপ্রিম কোর্টের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে এই ব্যবস্থা কার্যকর হবে, তবে আসন্ন ত্রয়োদশ নির্বাচন অনুষ্ঠিত হবে অন্তর্বর্তী সরকারের অধীনে।
নিউজবাংলাদেশ.কম/পলি








