News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৪৭, ১৮ নভেম্বর ২০২৫

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি 

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি 

ছবি: সংগৃহীত

লি‌বিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় ১৭০ জন বাংলাদেশি দেশে ফিরে এসেছেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে বুরাক এয়ারলাইন্সের ফ্লাইট ইউজেড২২২-এর মাধ্যমে তারা দেশে ফিরেছেন। তাদের প্রত্যাবাসন কার্যক্রম তদারকি করেন লিবিয়ায় বাংলাদেশ রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার, যারা ডিটেনশন সেন্টারে উপস্থিত থেকে প্রত্যাবাসিতদের বিদায় জানান

এ সময় উপস্থিত ছিলেন লিবিয়ার অভিবাসন অধিদপ্তরের মহাপরিচালক, ফরেন অফিসের উচ্চপদস্থ কর্মকর্তা এবং দূতাবাসের প্রথম সচিব (শ্রম)।

রাষ্ট্রদূত প্রত্যাবাসিতদের উদ্দেশে বলেন, বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে বৈধ ও নিরাপদ পথই একমাত্র সঠিক উপায়। তিনি সবাইকে দেশে ফিরে প্রয়োজনীয় দক্ষতা অর্জন, সরকারি প্রশিক্ষণ গ্রহণ এবং বৈধ প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানান।

আরও পড়ুন: অন্তর্বর্তী সরকার ১৫ মাসে ইতিহাস সৃষ্টি করেছে: প্রেস সচিব

উল্লেখ্য, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে বাংলাদেশ দূতাবাস, লিবিয়া স্থানীয় কর্তৃপক্ষ ও আইওএম নিবিড়ভাবে কাজ করছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়