বিশ্বকাপের টিকিট পেল ৩২ দল
ছবি: সংগৃহীত
আগামী বছর জুনে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর। ইতিহাসে প্রথমবার ৪৮ দল নিয়ে হবে এই মহাযজ্ঞ। ছয়টি কনফেডারেশনের বাছাই পেরিয়ে দলগুলো আসর নিশ্চিত করছে ধাপে ধাপে।
গত রাতে (১৬ নভেম্বর) বাছাইয়ে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকে ৪–১ গোলে হারিয়ে নরওয়ে নিশ্চিত করেছে বিশ্বকাপ। ৩২তম দল হিসেবে টিকিট পাওয়া নরওয়ে ১৯৯৮ সালের পর আবারও ফিরছে মূল পর্বে। বিপরীতে টানা তৃতীয়বার বিশ্বকাপ মিস করার শঙ্কায় ইতালি—বড় হার তাদের ঠেলে দিয়েছে প্লে–অফে।
এখনও ১৬টি আসন ফাঁকা, তবে চলতি সপ্তাহেই আরও কয়েকটি দল নিশ্চিত হতে পারে। বাকি জায়গাগুলো পূরণ হবে আগামী মার্চের ইন্টারকন্টিনেন্টাল ও মহাদেশীয় প্লে–অফে। আর ৪৮ দলের চূড়ান্ত ড্র অনুষ্ঠিত হবে ৫ ডিসেম্বর, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে।
আয়োজক তিন দেশ- যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো বাছাই ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে জায়গা পেয়েছে। এশিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা ও ওশেনিয়ার সরাসরি কোটা পূর্ণ হয়েছে। অপেক্ষা এখন ইউরোপ, কনকাকাফ ও প্লে–অফের বাকি স্লট পূরণের।
এশিয়া (৮ দল): জাপান, জর্ডান, কাতার, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, ইরান, অস্ট্রেলিয়া ও উজবেকিস্তান
(ইউএই ও ইরাকের মধ্যে একজন প্লে–অফে সুযোগ পেতে পারে)
আরও পড়ুন: ইতালিকে হারিয়ে ১৯৯৮ সালের পর প্রথমবার বিশ্বকাপে নরওয়ে
ওশেনিয়া (১ দল): নিউজিল্যান্ড
আফ্রিকা (৯ দল): আলজেরিয়া, আইভরি কোস্ট, মিশর, ঘানা, মরক্কো, তিউনিসিয়া, দক্ষিণ আফ্রিকা, কেপ ভার্দে ও সেনেগাল
(কঙ্গো পেয়েছে ইন্টারকন্টিনেন্টাল প্লে–অফের টিকিট)
দক্ষিণ আমেরিকা (৬ দল): আর্জেন্টিনা, ব্রাজিল, ইকুয়েডর, উরুগুয়ে, প্যারাগুয়ে ও কলম্বিয়া
(বলিভিয়া প্লে-অফে)
ইউরোপ (৫ দল): ইংল্যান্ড, পর্তুগাল, ক্রোয়েশিয়া, ফ্রান্স ও নরওয়ে
(স্পেন, বেলজিয়াম, জার্মানিসহ আরও কয়েকটি দল প্রায় নিশ্চিত; ইতালি প্লে–অফে)
মার্চের প্লে–অফ শেষে বাকি ১৬ আসন পূরণ হলে সম্পূর্ণ হবে ৪৮ দলের ফুটবল বিশ্বকাপ।
নিউজবাংলাদেশ.কম/এসবি








