হাসিনার রায় নিয়ে ভারতের বিবৃতি
ছবি: সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
সোমবার (১৭ নভেম্বর) এ রায়ের পর এক বিবৃতিতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে নিকটতম প্রতিবেশী দেশ ভারত।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা রায়টি ‘নোট’ করেছে এবং বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। নির্বাসনে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে ভারতের মনোযোগ রয়েছে এবং তারা ‘বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ’।
আরও পড়ুন: ‘কোনো অবস্থাতেই শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত’
বিবৃতিতে আরও বলা হয়েছে, আমরা সব সময় এই লক্ষ্য পূরণের জন্য সকল সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে যোগাযোগ করব।
পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ওয়েবসাইট এবং অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে উল্লেখ করেছে, বাংলাদেশের ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল’ কর্তৃক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে ঘোষিত রায়টি সম্পর্কে আমরা অবগত। নিকটতম প্রতিবেশী হিসেবে, ভারত বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, যার মধ্যে সেই দেশের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতা অন্তর্ভুক্ত। আমরা এই লক্ষ্যে সর্বদা সব অংশীদারের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকব।
নিউজবাংলাদেশ.কম/পলি








