News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:১৭, ১৭ নভেম্বর ২০২৫

ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৩৩৯, হাসপাতালে ভর্তি ১০০৭

ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৩৩৯, হাসপাতালে ভর্তি ১০০৭

ফাইল ছবি

দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০০৭ জন। 

সোমবার (১৭ নভেম্বর) এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।

নতুন মৃত্যু এবং ভর্তি নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মারা গেছেন ৩৩৯ জন, এবং হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৮৬,০০৪ জন। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮২,৬১২ জন। এই সংখ্যা নির্দেশ করছে যে, প্রতিদিনই ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক রূপ নিচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত একদিনে নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৫০ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৫ জন, ঢাকা (সিটি করপোরেশন ছাড়া) ২৫৪ জন, ঢাকা উত্তর সিটি ১৯১ জন, ঢাকা দক্ষিণ সিটি ১৪২ জন, খুলনা বিভাগ (সিটি ছাড়া) ২৫ জন, ময়মনসিংহ বিভাগ (সিটি ছাড়া) ৬১ জন, রাজশাহী বিভাগ (সিটি ছাড়া) ৪১ জন, রংপুর বিভাগ (সিটি ছাড়া) ৫ জন এবং সিলেট বিভাগ (সিটি ছাড়া) ৩ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু হওয়া পাঁচজনের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটিতে এবং একজনের মৃত্যু ময়মনসিংহ বিভাগে। এই তথ্য প্রতিফলিত করছে যে, রাজধানীসহ বড় শহরগুলোতে ডেঙ্গু এখনও নিয়ন্ত্রণের বাইরে।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯২

একই সময়ে ১,১৭০ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ৮২,৬১২ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ সংখ্যা পূর্ববর্তী বছরের তুলনায় কিছুটা কম হলেও, প্রতিদিনের নতুন আক্রান্ত সংখ্যা উদ্বেগজনক।

বিশ্লেষকরা মনে করছেন, শহরাঞ্চল ও শহরতলিতে মশার বিস্তার, আবর্জনা এবং পানি জমে থাকা ডেঙ্গু সংক্রমণের প্রধান কারণ। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ডেঙ্গু প্রতিরোধে মশার জন্মস্থান ধ্বংস, আবাসিক এলাকায় নিয়মিত ফগিং এবং রোগী সনাক্তকরণের উপর তৎপরতা অব্যাহত রাখতে হবে।

প্রসঙ্গত, ২০২৪ সালের পুরো বছরে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১,০১১,২১৪ জন এবং মৃত্যু হয়েছে ৫৭৫ জনের। এর আগে ২০২৩ সালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল সর্বোচ্চ ১,৭০৫ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছিল ৩,২১,১৭৯ জন। এই তুলনা স্পষ্ট করছে, ডেঙ্গু সংক্রমণ এখনও বড় চ্যালেঞ্জ হয়ে আছে।

গত কয়েকদিনের ঘটনাক্রমও উদ্বেগজনক। শনিবার (১৫ নভেম্বর) থেকে রবিবার (১৬ নভেম্বর) পর্যন্ত একদিনে পাঁচজনের মৃত্যু এবং ১,১৩৯ জনের ভর্তি হয়েছিল। রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত নতুন মৃত্যু তিনজন এবং ভর্তি ১০০৭ জন। এর ফলে দেখা যাচ্ছে, সংক্রমণ এবং মৃত্যুর হার ক্রমেই বাড়ছে।

স্বাস্থ্য অধিদপ্তর সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বিশেষ করে আবাসিক এলাকা, স্কুল, কলেজ, বাজার এবং শিল্প এলাকা থেকে মশার জন্মস্থান সরিয়ে ফেলা জরুরি। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, যদি জনগণ নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখে এবং মশা নিয়ন্ত্রণে সঠিক ব্যবস্থা নেয়, তবে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে কমানো সম্ভব।

ডেঙ্গু সংক্রমণের এই পরিস্থিতি দেশের স্বাস্থ্য ব্যবস্থার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। হাসপাতালগুলোতে ভর্তি রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর চাপ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। তাই রোগী সনাক্তকরণ, তৎপর চিকিৎসা এবং সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার প্রয়োজন রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়