News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:০৬, ১৫ নভেম্বর ২০২৫

জম্মু-কাশ্মিরে থানায় বিস্ফোরণে নিহত ৯

জম্মু-কাশ্মিরে থানায় বিস্ফোরণে নিহত ৯

ছবি: সংগৃহীত

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের শ্রীনগরে একটি থানায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২৯ জন আহত হয়েছেন।

শনিবার (১৫ নভেম্বর) মধ্যরাতে নোগাম থানায় জব্দ করা বিস্ফোরকের নমুনা পরীক্ষা করার সময় দুর্ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের বেশিরভাগই পুলিশ সদস্য এবং ফরেনসিক টিমের সদস্য। গুরুতর আহত পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক, যার ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। নিহতদের মধ্যে শ্রীনগর প্রশাসনের দুই কর্মকর্তা রয়েছেন।

আরও পড়ুন: তাইওয়ান প্রণালীতে জাপানের হস্তক্ষেপে চীনের কড়া হুঁশিয়ারি

আহতদের দ্রুত সেনাবাহিনীর ৯২ বেস হাসপাতাল এবং শের-ই-কাশ্মির ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা নোগাম থানায় ছুটে যান এবং পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়