News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:০৮, ১২ নভেম্বর ২০২৫
আপডেট: ১৭:০৮, ১২ নভেম্বর ২০২৫

জর্জিয়ায় তুরস্কের সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২০

জর্জিয়ায় তুরস্কের সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২০

ছবি: বাহরাইন নিউজ এজেন্সি

জর্জিয়ায় আজারবাইজান সীমান্তের কাছে তুরস্কের একটি সামরিক পরিবহন উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে থাকা ২০ জন সেনার সবাই নিহত হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (১১ নভেম্বর) আজারবাইজানের গানজা শহর থেকে উড্ডয়নের পর তুরস্কের সি-১৩০ কার্গো উড়োজাহাজটি জর্জিয়ার আকাশসীমায় প্রবেশের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়।

বুধবার (১২ নভেম্বর) তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ঘটনাস্থলে তদন্ত শুরু হয়েছে।

দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি শহীদ সেনাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আরও পড়ুন: এবার পাকিস্তানে ভয়াবহ আত্মঘাতী বোমা বিস্ফোরণ, নিহত ১২

সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাদের ইউনিফর্ম পরিহিত ছবিসহ এক পোস্টে বলেন প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার বলেন, “আমাদের বীর সহযোদ্ধারা শাহাদত বরণ করেছেন।” 

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তুরস্কের তদন্তকারীরা জর্জিয়ার কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ে বুধবার সকালে কাখেতি জেলার সিগনাঘি এলাকায় দুর্ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসাবশেষ পরীক্ষা শুরু করেছেন।

জর্জিয়ার বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রণ সংস্থা সাকারোনাভিগাতসিয়া জানায়, উড়োজাহাজটি তাদের আকাশসীমায় প্রবেশের পরপরই রাডার থেকে অদৃশ্য হয়ে যায় এবং কোনো বিপদ সংকেত পাঠায়নি।

আজারবাইজানের গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার পর উড়োজাহাজটি থেকে ঘন কালো ধোঁয়ার মেঘ আকাশে উঠছে এবং চারপাশে ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়