News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:০৬, ১৪ নভেম্বর ২০২৫

জেনেভা ক্যাম্পে গোপন ককটেল কারখানার সন্ধান, উদ্ধার ৩৫

জেনেভা ক্যাম্পে গোপন ককটেল কারখানার সন্ধান, উদ্ধার ৩৫

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে পুলিশ গোপনভাবে ককটেল বোমা তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে। 

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে মোহাম্মদপুর থানার পুলিশ অভিযান চালিয়ে কারখানাটি তল্লাশি করে বিপুল পরিমাণ তাজা ককটেল উদ্ধার করেছে।

পুলিশ জানায়, জেনেভা ক্যাম্পের ৭ নম্বর সেক্টরে মুক্তারের একটি পরিত্যক্ত বাড়ির ভিতরে দীর্ঘদিন ধরে ককটেল তৈরি হচ্ছিল। এই কারখানায় অভিযান চালিয়ে ৩৫টি তাজা ককটেল এবং ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আবদুল্লাহ আল মামুন বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জেনেভা ক্যাম্পের ৭ নম্বর সেক্টরের একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালাই। সেখানে বিপুল পরিমান তাজা ককটেল বোমা, ককটেল তৈরির কয়েক বস্তা সরঞ্জাম এবং বিপুল পরিমাণ হেলমেট উদ্ধার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: মোহাম্মদপুরে হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

পুলিশ আরও জানায়, এই সেক্টরে জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী বুনিয়া সোহেল মাদক বিক্রির পাশাপাশি রাজধানীর বিভিন্ন জায়গা থেকে কারিগর এনে ককটেল তৈরি করতেন। এরপর তা ঢাকার বিভিন্ন এলাকায় ছড়িয়ে দিতো।

এর আগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) পুলিশ ককটেল তৈরির তিনজন কারিগরকে আটক করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই শুক্রবারের অভিযান পরিচালনা করা হয়েছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযান এখনো চলমান। ইতিমধ্যেই ৩৫টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ আগামী ১৭ নভেম্বরকে কেন্দ্র করে এই ককটেল তৈরি করছিল। উদ্ধারকৃত ককটেলগুলো রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহের জন্য প্রস্তুত করা হচ্ছিল।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়