News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৩৩, ১৩ নভেম্বর ২০২৫

নন্দিত গল্পকার হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন আজ

নন্দিত গল্পকার হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন আজ

ফাইল ছবি

আজ, ১৩ নভেম্বর, বাংলা সাহিত্যের কিংবদন্তী কথাসাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন। ১৯৪৮ সালের এই দিনে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কুতুবপুরে জন্মগ্রহণ করেন তিনি। ২০১২ সালের ১৯ জুলাই নিউ ইয়র্কে ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

হুমায়ূন আহমেদ ১৯৭২ সালে প্রকাশিত প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ দিয়ে সাহিত্যিক যাত্রা শুরু করেন। এরপর তিনি তিন শতাধিক গ্রন্থ রচনা করে বাংলা সাহিত্যে অমরত্ব অর্জন করেন। তার সৃষ্ট কালজয়ী চরিত্রগুলোতে অন্যতম: হিমু, মিসির আলী, বাকের ভাই, এবং অন্যান্য চরিত্র যেমন রুপা, শুভ্র, তিথি।

হুমায়ূন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (সম্মান) ও এমএসসি রসায়নে এবং নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে পিএইচডি সম্পন্ন করেন। ১৯৭৪ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন এবং ১৬ বছর শিক্ষকতার পর পূর্ণকালীন লেখক হিসেবে পেশা পরিবর্তন করেন।

আরও পড়ুন: ‘তিন গোয়েন্দা’ খ্যাত রকিব হাসান মারা গেছেন

নাটক ও চলচ্চিত্রেও তার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি অসংখ্য নাটক রচনা ও নির্মাণ করেছেন, যেমন ‘এইসব দিনরাত্রী’, ‘বহুব্রীহি’, ‘কোথাও কেউ নেই’। ১৯৯৪ সালে চলচ্চিত্র নির্মাতা হিসেবে অভিষেক ঘটে ‘আগুনের পরশমণি’ দিয়ে, যা আটটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। পরবর্তী চলচ্চিত্রগুলো হলো ‘শ্রাবণ মেঘের দিন’, ‘দুই দুয়ারী’, ‘শ্যামল ছায়া’, ‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘চন্দ্রকথা’, ‘আমার আছে জল’, ‘ঘেটুপুত্র কমলা’।

সাহিত্য ও চলচ্চিত্রে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি লাভ করেছেন একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার এবং আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

ব্যক্তিগত জীবনে হুমায়ূন আহমেদ দুবার বিবাহিত হন। প্রথম স্ত্রী গুলতেকিন আহমেদ (১৯৭৩–২০০৩) এবং তাদের চার সন্তান: শীলা আহমেদ, নোভা আহমেদ, বিপাশা আহমেদ, নুহাশ হুমায়ূন। ২০০৫ সালে তিনি অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন-কে বিবাহ করেন এবং তাদের দুই পুত্র: নিশাত হুমায়ূন ও নিনিত হুমায়ূন।

আজও হুমায়ূন আহমেদের সাহিত্য, নাটক ও চলচ্চিত্র আমাদের জীবনকে সমৃদ্ধ করছে। তার সৃষ্টি ও কীর্তি বাংলা সাহিত্যের অমর উপহার হিসেবে চিরকাল উদ্ভাসিত থাকবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়