নারীকে শুধু শরীর নয়, শ্রদ্ধার চোখে দেখুন: অমৃতা
অমৃতা রাও। ছবি: সংগৃহীত
সমাজে বিদ্যমান কিছু পুরুষের মানসিকতা নিয়ে সরাসরি মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী অমৃতা রাও। তার মতে, অনেক পুরুষই নারীকে শুধু শরীরের দৃষ্টিতে দেখেন এবং নারীশরীর নিয়েই আলোচনা করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। এমনকি কথাবার্তার সময়ও নারীদের অযথা স্পর্শ করতে তারা পিছপা হন না।
আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
অমৃতা বলেন, “কিছু পুরুষ খুবই বিষাক্ত মানসিকতার হয়। তারা নারীদের সম্মান করতে জানে না। তাদের কাছে নারীদের আলোচনা মানেই যৌনতার বিষয়। এই ধরনের পুরুষদের থেকে সবসময় দূরে থাকা উচিত।”
জীবনসঙ্গী নির্বাচনের প্রসঙ্গেও পরামর্শ দেন ‘বিবাহ’খ্যাত এই অভিনেত্রী। তাঁর ভাষায়, “পুরুষটি যেন সহজ-সরল হয় এবং শ্রদ্ধা করতে জানে—এটাই সবচেয়ে জরুরি। ভালোবাসা মানে শুধুই স্পর্শ নয়; শ্রদ্ধাশীল আচরণই আসল বন্ধন।”
সম্পর্কে ‘শ্রদ্ধা’কে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে উল্লেখ করে অমৃতা আরও বলেন, “একজন পুরুষ হয়তো কাঁধে হাত রাখতে পারে, কিন্তু সেটা যেন সম্মান বজায় রেখে হয়। নারীরা বুঝতে পারেন কোন স্পর্শে শ্রদ্ধা আছে, আর কোনটিতে নয়।”
আরও পড়ুন: অবশেষে বিচ্ছেদের পথ হাঁটছেন ঐশ্বরিয়া
অভিনয়জীবনের প্রসঙ্গে তিনি জানান, ‘ম্যায় হুঁ না’ চলচ্চিত্রটি তাঁর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল। ছবিটির জন্য প্রথমে প্রস্তাব গিয়েছিল আয়েশা টাকিয়ার কাছে, কিন্তু তিনি সরে দাঁড়ালে অমৃতাকে নেয় নির্মাতারা। পরে তার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ায়।
নিউজবাংলাদেশ.কম/এসবি








