News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২৫, ৮ নভেম্বর ২০২৫

নোবেলজয়ী ডিএনএ বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই

নোবেলজয়ী ডিএনএ বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই

নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন। ফাইল ছবি

ডিএনএ’র ডাবল হেলিক্স (দ্বি-হেলিক্স) গঠন আবিষ্কারের অন্যতম পাথিক, নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ডি. ওয়াটসন বছর বয়সে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর।

শনিবার (৮ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াটসন ১৯৫৩ সালে ব্রিটিশ বিজ্ঞানী ফ্রান্সিস ক্রিকের সঙ্গে যৌথভাবে ডিএনএ অণুর গঠন আবিষ্কার করেন, যা আধুনিক আণবিক জীববিজ্ঞানের ভিত্তি স্থাপন করে। ১৯৬২ সালে এই কাজের জন্য ক্রিক, ওয়াটসন এবং মরিস উইলকিনস নোবেল পুরস্কার লাভ করেন।

জীবনের পরবর্তী সময়ে বর্ণ ও লিঙ্গ নিয়ে বিতর্কিত মন্তব্য ওয়াটসনের সুনামকে ক্ষতিগ্রস্ত করেছিল। আফ্রিকান বংশোদ্ভূত মানুষের বুদ্ধিমত্তা নিয়ে তার বৈজ্ঞানিকভাবে অস্বীকৃত মন্তব্যের কারণে ২০০৭ সালে তিনি কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরির চ্যান্সেলর পদ হারান। ২০১৯ সালে একই ধরনের মন্তব্যের কারণে তার সব সম্মানসূচক উপাধি বাতিল করা হয়।

ওয়াটসন ১৯২৮ সালের এপ্রিলে শিকাগোতে জন্মগ্রহণ করেন। মাত্র ১৫ বছর বয়সে ইউনিভার্সিটি অব শিকাগোতে ভর্তি হন এবং পরবর্তীতে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে গবেষণার সময় ফ্রান্সিস ক্রিকের সঙ্গে পরিচয় হয়। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন এবং ১৯৬৮ সালে কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরির পরিচালক হন।

আরও পড়ুন: শাটডাউনে যুক্তরাষ্ট্রে বিমান চলাচলে বিপর্যয়, শত শত ফ্লাইট বাতিল

২০১৪ সালে তিনি নোবেল পদক নিলামে বিক্রি করেন, যা ৪.৮ মিলিয়ন ডলারে কেনেন এক রাশিয়ান ধনকুবের। পরে পদকটি ফেরত দেওয়া হয়।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়