News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:৫৯, ৭ নভেম্বর ২০২৫
আপডেট: ২২:০০, ৭ নভেম্বর ২০২৫

যারা নির্বাচন নিয়ে গুজব ছড়াচ্ছে, তারা স্বৈরাচারের দোসর: প্রেস সচিব

যারা নির্বাচন নিয়ে গুজব ছড়াচ্ছে, তারা স্বৈরাচারের দোসর: প্রেস সচিব

ছবি: সংগৃহীত

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন নিয়ে কোনো উদ্বেগ বা সংশয় নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম। তার মতে, যারা এই সংশয় বা গুজব ছড়াচ্ছেন, তারা আসলে স্বৈরাচারের দোসর।

শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর কলেজ রোডে নাগরিক সংবর্ধনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, “দেশে এখন নির্বাচনী জোয়ার চলছে। প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন, ভোট চাইছেন, মিছিল করছেন—এটা গণতন্ত্রের উৎসব। ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে কোনো সংশয় বা শঙ্কার কারণ নেই।”

তিনি আরও বলেন, “রাজনৈতিক দলগুলো গণভোট নিয়ে দ্রুত একটি সিদ্ধান্তে এলে নির্বাচন কার্যক্রম আরও দ্রুত ও সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হবে।”

এর আগে কলেজ রোড এলাকায় সংবর্ধনাস্থলে পৌঁছালে সিটি ডিফেন্স পার্টি ও নাগরিক সমাজের পক্ষ থেকে প্রেস সচিবকে ফুল দিয়ে বরণ করা হয়। পরে তাকে ক্রেস্ট প্রদান করা হয়।

আরও পড়ুন: ২০২৬ সালের সরকারি ক্যালেন্ডারে হচ্ছে নতুন ছুটি

সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সিটি ডিফেন্স পার্টির নেতাকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়