News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:০০, ৫ নভেম্বর ২০২৫

আজ রাতেই দেখা যাবে বছরের সবচেয়ে বড় সুপারমুন

আজ রাতেই দেখা যাবে বছরের সবচেয়ে বড় সুপারমুন

প্রতীকী ছবি

২০২৫ সালের সবচেয়ে বড় ও উজ্জ্বল চাঁদ- ‘সুপারমুন’ দেখা যাবে আজ রাতেই (বুধবার)। ব্রিটিশ ঐতিহ্যবাহী উৎসব ‘বনফায়ার নাইট’-এর দিনেই আকাশে দেখা মিলবে এই মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্যের। ফলে ইউরোপসহ বিশ্বের নানা প্রান্তে রাতের আকাশ ভরে উঠবে আলো আর রঙের মেলবন্ধনে।

সোমবার (৩ নভেম্বর)  দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়, এ সময় চাঁদ পৃথিবীর কক্ষপথে ঘুরতে ঘুরতে সবচেয়ে কাছাকাছি অবস্থানে পৌঁছাবে। পূর্ণিমার সঙ্গে সেই অবস্থান মিললে চাঁদ সাধারণ সময়ের তুলনায় বড় ও উজ্জ্বল দেখায়।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, এ সপ্তাহের রাতগুলো হবে তুলনামূলক বেশি আলো ঝলমলে ও দৃষ্টিনন্দন। তবে এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে হলে নির্ভর করতে হবে আবহাওয়ার ওপর- যেখানে আকাশ পরিষ্কার থাকবে, সেখান থেকেই সবচেয়ে ভালোভাবে দেখা যাবে সুপারমুন।

চাঁদ পৃথিবীর চারপাশে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে বলে কখনো কাছাকাছি (পেরিজি) আবার কখনো দূরে (অ্যাপোজি) অবস্থান করে। চাঁদ যখন পেরিজিতে থাকে এবং সেই সময় পূর্ণিমা ঘটে, তখন সেটিই ‘সুপারমুন’ নামে পরিচিত। এ সময় পৃথিবী থেকে চাঁদের দূরত্ব থাকে প্রায় দুই লাখ ২০ হাজার মাইল, যা সাধারণ পূর্ণিমার চেয়ে অনেক কম।

আরও পড়ুন: ২০তম বিডিনগ সম্মেলন সিলেটে, নিবন্ধন চলছে

নভেম্বরের এ পূর্ণিমাকে বলা হয় ‘বিভার মুন’। কারণ, এ সময় বিভাররা সবচেয়ে সক্রিয় থাকে—বাঁধ তৈরি ও শীতের প্রস্তুতিতে ব্যস্ত থাকে তারা। সেই থেকেই এই পূর্ণিমার নামকরণ হয়েছে।

চলতি বছরের শেষ সুপারমুন দেখা যাবে আগামী ৪ ডিসেম্বর।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়