প্রবাসী ও বন্দীরাও ভোট দিতে পারবেন: সিইসি
ছবি: সংগৃহীত
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আসন্ন জাতীয় ত্রয়োদশ নির্বাচনে এবার প্রবাসী ও কারাবন্দীরাও ভোট দেওয়ার সুযোগ পাবেন।
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর ভাটারায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মৌলিক প্রশিক্ষণের (চতুর্থ ধাপ) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
সিইসি বলেন, “আসন্ন নির্বাচনে প্রিসাইডিং অফিসার, রিটার্নিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রায় ১০ লাখ লোক নির্বাচনের কাজে নিয়োজিত থাকবেন। সাধারণত দায়িত্বে থাকা ব্যক্তিরা নিজেরাই ভোট দিতে পারেন না। এবার আমরা উদ্যোগ নিয়েছি যেন তারাও ভোট দিতে পারেন। একটি বিশেষ অ্যাপ চালু করা হবে, যার মাধ্যমে রেজিস্ট্রেশন শেষে তাদের বাড়ির ঠিকানায় ব্যালট পৌঁছে যাবে, এবং গাইডলাইন অনুযায়ী তারা ভোট দিতে পারবেন।”
তিনি আরও বলেন, “কারাগারে থাকা নাগরিকরাও ভোট দিতে পারবেন, কারণ তারাও এই দেশের নাগরিক। একইভাবে প্রবাসীরাও এবার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।”
নিজের দায়িত্ব সম্পর্কে সিইসি বলেন, “এই পদকে আমি চাকরি বা রুটিন দায়িত্ব হিসেবে নিইনি; এটাকে আমি একটি মিশন ও চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। দেশের এই সংকটময় মুহূর্তে গতানুগতিকভাবে কাজ করলে চলবে না, ‘আউট অফ দ্য ওয়েতে’ গিয়ে কাজ করতে হবে।”
তিনি উল্লেখ করেন, “ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষার মূল শক্তি আনসার বাহিনীর সদস্যরাই। আগামী নির্বাচনে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আগামীর বাংলাদেশের গতিপথ নির্ধারণে তাদের দায়িত্ব অনেক।”
আরও পড়ুন: এক সপ্তাহের মধ্যে মতামত দিতে রাজনৈতিক দলগুলোকে আহ্বান সরকারের
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সিইসি বলেন, “সোশ্যাল মিডিয়ায় কিছু দেখলেই যাচাই ছাড়া শেয়ার করবেন না। এআই অপব্যবহার রোধে আমরা একটি বিশেষ সেল খুলেছি, যেখানে যেকোনো তথ্যের সত্যতা যাচাই করা যাবে।”
অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








