News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৫৮, ১ নভেম্বর ২০২৫

এক ক্লিকে প্রেজেন্টেশন বানাবে গুগলের জেমিনাই ক্যানভাস

এক ক্লিকে প্রেজেন্টেশন বানাবে গুগলের জেমিনাই ক্যানভাস

ছবি: সংগৃহীত

গুগলের এআই চ্যাটবট অ্যাপ ‘জেমিনাই ক্যানভাস’-এ নতুন একটি ফিচার যুক্ত হয়েছে, যার মাধ্যমে এখন মাত্র একটি প্রম্পট দিয়েই তৈরি করা যাবে পূর্ণাঙ্গ প্রেজেন্টেশন।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেট-এর প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষার্থী, গবেষক ও পেশাজীবীদের কথা মাথায় রেখে তৈরি করা এই ফিচারটি নিয়মিত প্রেজেন্টেশন বা রিপোর্ট তৈরি করতে হয় এমন ব্যবহারকারীদের জন্য বিশেষভাবে সহায়ক হবে।

নতুন সুবিধায় ব্যবহারকারীরা চাইলে কেবল একটি কমান্ড লিখেই স্লাইড তৈরি করতে পারবেন, আবার নির্দিষ্ট কোনো ফাইল থেকেও প্রেজেন্টেশন বানানো সম্ভব হবে। ব্যবহারকারীরা ডকুমেন্ট, স্প্রেডশিট বা রিসার্চ পেপার আপলোড করে জেমিনাইকে সেই ফাইলের ভিত্তিতে স্লাইড তৈরি করতে বলতে পারবেন।

তৈরি হওয়া প্রেজেন্টেশনে আগেই নির্ধারিত থিম, ছবি ও টেক্সট যুক্ত থাকবে। ব্যবহারকারীরা চাইলে জেমিনাই অ্যাপ থেকেই সরাসরি গুগল স্লাইডসে এক্সপোর্ট করতে পারবেন এবং প্রয়োজনে সেখানেই স্লাইড সম্পাদনা বা সহকর্মীদের সঙ্গে যৌথভাবে কাজ করতে পারবেন।

গুগল জানিয়েছে, ধীরে ধীরে এই ফিচারটি পার্সোনাল ও গুগল ওয়ার্কস্পেস- দুই ধরনের অ্যাকাউন্টেই চালু করা হবে।

আরও পড়ুন: প্রতিদ্বন্দ্বী আইএসপি ব্যবসা ধ্বংসের চেষ্টা চলছে: তৈয়্যব

এর আগে চলতি বছরের মার্চে চালু হওয়া ‘জেমিনাই ক্যানভাস’-এ ব্যবহারকারীরা লেখা বা কোড শেয়ার করে এআই-এর সাহায্যে তা সম্পাদনা বা উন্নত করতে পারতেন। নতুন আপডেটের ফলে এখন জেমিনাই কেবল লেখা বা কোড নয়, বরং পূর্ণাঙ্গ প্রেজেন্টেশন তৈরির সহকারী হিসেবেও কাজ করবে—যা এআই ব্যবহারের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়