আসুস উন্মোচন করল এক্সপার্ট সিরিজের ল্যাপটপ ও ডেস্কটপ পিসি
 
									ছবি: সংগৃহীত
শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান আসুস বাংলাদেশে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে এক্সপার্ট সিরিজের ল্যাপটপ ও ডেস্কটপ পিসি উন্মোচন করেছে। নতুন সিরিজে রয়েছে এক্সপার্টবুক পি১, পি৩, পি৫ ল্যাপটপ এবং এক্সপার্টসেন্টার ডেস্কটপ পিসি।
নতুন ডিভাইসগুলোতে রয়েছে উচ্চমাত্রার নির্ভরযোগ্যতা, ডেটা সুরক্ষা, মিলিটারি গ্রেড স্থায়িত্ব, এনএফসি লগইন, ওয়েবক্যাম প্রাইভেসি শাটার এবং এসএসডি-স্তরের সিকিউরিটি। এছাড়া, এগুলো ইপিইএটি সার্টিফায়েড, যা পরিবেশবান্ধব ও শক্তি সাশ্রয়ী।
আসুসের কর্পোরেট ভাইস প্রেসিডেন্ট মি. রেক্স লি বলেন, “বাংলাদেশে এক্সপার্ট সিরিজ চালু করার মাধ্যমে আমরা আধুনিক প্রতিষ্ঠানগুলোকে নিরাপদ ও ভবিষ্যতমুখী প্রযুক্তি সরবরাহ করতে চাই।”
আরও পড়ুন: ১৬ ডিসেম্বর থেকে বন্ধ হবে অবৈধ মোবাইল ফোন
ডিভাইসগুলিতে কোপাইলট প্লাস, এক্সপার্টগার্ডিয়ান আইটি ম্যানেজমেন্ট, বিল্ট-ইন এআই টুলস এবং কনফারেন্সিং ফিচার অন্তর্ভুক্ত রয়েছে, যা কর্পোরেট ব্যবহারকারীদের জন্য আরও সুবিধাজনক করে তুলবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি






































