News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৫৯, ৩১ অক্টোবর ২০২৫

১৫ ফেব্রুয়ারির আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রেস সচিব

১৫ ফেব্রুয়ারির আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রেস সচিব

প্রেস সচিব শফিকুল আলম। ফাইল ছবি

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গণভোট ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। তবে যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, আসন্ন নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগে অনুষ্ঠিত হবে- এটি পেছানোর কোনো সুযোগ নেই।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই কন্যা ফাউন্ডেশন’ আয়োজিত অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, “বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত প্রকাশ করছে। আমরা এটিকে হুমকি হিসেবে দেখছি না। যা দেশের জন্য সবচেয়ে উত্তম, প্রধান উপদেষ্টা সেটিই করবেন।”

তিনি আরও জানান, আগামী ১৩ নভেম্বর আদালত শেখ হাসিনার মামলার বিচারের দিন নির্ধারণ করবেন।

২৪-এর গণঅভ্যুত্থানে পুরুষদের পাশাপাশি নারীদের অবদান তুলে ধরে প্রেস সচিব বলেন, “স্বৈরাচার বিরোধী আন্দোলনে নারী-পুরুষ সবাই রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছে।”

আরও পড়ুন: ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুলাই কন্যা ফাউন্ডেশনের সভাপতি জান্নাতুল নাঈম প্রমি। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি ছিলেন নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক ইসমাঈল হোসেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়