নির্বাচন নাও হতে পারে, সবার আগে জুলাই সনদ হতে হবে: তাহের
ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জাতীয় নির্বাচন কোনো কারণে নাও হতে পারে; তবে জুলাই সনদ (গণভোটের মাধ্যমে বাস্তবায়িত সংবিধান সংস্কার) একটি গুরুত্বপূর্ণ দলিল- এটি অবশ্যই আগে বাস্তবায়ন করা উচিত। তিনি এ মন্তব্য করেছেন বুধবার (২৯ অক্টোবর) জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিটিশ কমনওয়েলথের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা শেষে।
বৈঠকে নেতৃত্ব দেন কমনওয়েলথের ‘ইলেকটোরাল সাপোর্ট’ শাখার উপদেষ্টা ও ‘প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট’ বিভাগের প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজ; বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ডা. তাহের বলেন, জুলাই সনদ এতই গুরুত্বপূর্ণ যে কোনো ফান্ড ব্যয় করেই গণভোটের মাধ্যমে এটি বাস্তবায়ন করা উচিত। তিনি আশা প্রকাশ করেন, নভেম্বরের শেষের দিকে গণভোটে এটি আনা যেতে পারে।
ডা. তাহের আরও বলেন, যদি নভেম্বরে গণভোট না হয় তাহলে ভবিষ্যতের সব নির্বাচনেই এর প্রভাব পড়বে-এটি দেশীয় গণতন্ত্রের স্থিতি দুর্বল করতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি দাবি করেন, জামায়াতের পক্ষ থেকে সুষ্ঠু নির্বাচন কার্যায়নের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি রয়েছে।
নির্বাচনী নিরাপত্তা বিষয়ে ডা. তাহের বলেন, ভোটকক্ষে সিসি ক্যামেরা স্থাপন নিশ্চিত করতে হবে এবং প্রতিটি কেন্দ্রেই সেনাবাহিনী, বিজিবি, র্যাবসহ সব আইন প্রয়োগকারী সংস্থার উপস্থিতি বাধ্যতামূলক করা উচিত। তিনি উল্লেখ করেন, আগে এসব বাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে ব্যবহৃত হতো; এবার তাদেরকে প্রতিটি কেন্দ্রে সরাসরি দায়িত্বে রাখতে হবে।
আরও পড়ুন: জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি
বৈঠকে দুইপক্ষ নির্বাচনী পরিবেশ, নির্বাচন পর্যবেক্ষণ এবং প্রাসঙ্গিক প্রস্তুতি নিয়ে মতবিনিময় করেছেন। এ সম্পর্কিত অন্যান্য মন্তব্য ও বৈঠকের বিস্তারিত পরে প্রকাশ করা হবে বলে জানা গেছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








