জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি
ফাইল ছবি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
দলের যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংবাদ সম্মেলনে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সভাপতিত্ব করবেন। এ সময় উপস্থিত থাকবেন যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, খালেদ সাইফুল্লাহ, জাবেদ রাসিন এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসাসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা।
আরও পড়ুন: ২৫০ আসনে প্রার্থী চূড়ান্ত করতে যাচ্ছে বিএনপি
সংবাদ সম্মেলনে দলের গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত ও চলমান ইস্যুতে অবস্থান তুলে ধরা হবে বলে জানা গেছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








