News Bangladesh

ধর্ম ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০৩, ২৯ অক্টোবর ২০২৫

ডেঙ্গুতে প্রাণ গেল বিশ্বজয়ী হাফেজ ত্বকীর

ডেঙ্গুতে প্রাণ গেল বিশ্বজয়ী হাফেজ ত্বকীর

হাফেজ সাইফুর রহমান। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর মুগদা হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কয়েক দিন ধরে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী গণমাধ্যমকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টায় কুমিল্লার মুরাদনগর উপজেলার ডালপা গ্রামের নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে। বর্তমানে দাফনের প্রস্তুতি চলছে।

জানা যায়, সম্প্রতি ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে ত্বকীকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

২০১৭ সালে জর্ডানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ৬২টি দেশকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেন হাফেজ সাইফুর রহমান ত্বকী। পরবর্তীতে কুয়েত ও বাহরাইনে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতাতেও তিনি বিজয়ী হন।

আরও পড়ুন: ওমরাহ যাত্রীদের জন্য নতুন নির্দেশনা

২০০০ সালে কুমিল্লার মুরাদনগরের ডালপা গ্রামে জন্মগ্রহণ করেন ত্বকী। তার বাবা মাওলানা বদিউল আলম একজন মাদরাসা শিক্ষক।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়