News Bangladesh

ধর্ম ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:১৩, ১৭ অক্টোবর ২০২৫

২০২৬ সালে রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

২০২৬ সালে রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

প্রতীকী ছবি

অন্য মাত্র চার মাস বাদেই শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। আগামী বছর ২০২৬ সালে রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জ্যোতির্বিদরা ইতোমধ্যেই প্রকাশ করেছেন।

আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির সভাপতি ইব্রাহিম আল-জারওয়ান জানিয়েছেন, ২০২৬ সালে রমজান শুরু হওয়ার সম্ভাব্য দিন ১৯ ফেব্রুয়ারি। তিনি বলেন, ১৪৪৭ হিজরি সনের রমজানের চাঁদ আকাশে ১৭ ফেব্রুয়ারি উঠলেও সূর্যাস্তের মাত্র এক মিনিটের মধ্যেই চাঁদ অস্ত হয়ে যাবে, তাই খালি চোখে দেখা যাবে না। ফলে রমজান শুরু হবে ১৯ ফেব্রুয়ারি।

তার হিসাব অনুযায়ী ঈদুল ফিতর সম্ভাব্য দিন ২০ মার্চ শুক্রবার, যা শাওয়াল মাসের প্রথম দিন হিসেবে পালিত হবে।

মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে ২০২৬ সালে রোজার সময় রমজানের শুরুতে প্রায় ১২ ঘণ্টা হবে এবং মাসের শেষে ধীরে ধীরে ১৩ ঘণ্টায় পৌঁছাবে।

আরও পড়ুন: বেড়েছে হজ নিবন্ধনের সময়

বাংলাদেশে, মধ্যপ্রাচ্যের একদিন পর রোজা ও ঈদ শুরু হওয়ায়, সম্ভাব্য রমজানের প্রথম দিন ২০ ফেব্রুয়ারি এবং ঈদুল ফিতর ২১ মার্চ হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়