News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১৬, ৩ ডিসেম্বর ২০২৫

বাজারে আসছে নতুন নকশার ৫০০ টাকার নোট 

বাজারে আসছে নতুন নকশার ৫০০ টাকার নোট 

ছবি: সংগৃহীত

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে পট পরিবর্তনের পর অর্ন্তবর্তীকালীন সরকার বঙ্গবন্ধুর ছবি বাদ দিয়ে সব মূল্যমানের নোটের নতুন নকশা করার সিদ্ধান্ত নেয়। তারই ধারবাহিকতায় আগামী বৃহস্পতিবার থেকে ৫০০ টাকার নতুন নকশার নোট বাজারে ছাড়ছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নোটটি প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে এবং পরে অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ৫০০ টাকার নোটের দৈর্ঘ্য ১৫২ মিলিমিটার, প্রস্থ ৬৫ মিলিমিটার।

জুলাই আন্দোলনের ১০৬ মামলার চার্জশিট

নোটের সামনের অংশের বাঁ পাশে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি, মাঝখানে জলছাপে পাতা ও কলিসহ জাতীয় ফুল শাপলার ছবি রয়েছে। আর নোটের পেছনে রাখা হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি।

নোটে জলছাপ হিসেবে ব্যবহার করা হয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের মুখ, যার নিচে ইলেকট্রো টাইপে ‘৫০০’ এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম দেখা যাবে। পুরো নোটে সবুজ রঙের আধিক্য রাখা হয়েছে।

নোটটিতে নিরাপত্তার জন্য ১০ ধরনের বিশেষ বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে রঙ পরিবর্তনশীল কালি, যার ফলে নোট নাড়ালে ডান পাশের ‘৫০০’ লেখাটি সবুজ থেকে নীল রঙে পরিবর্তিত হয়।

আবার নোটটিতে লাল ও সোনালি রঙের পেঁচানো নিরাপত্তা সুতা রয়েছে, যা আলোতে ধরলে ‘৫০০ টাকা’ লেখা দেখা যাবে।

দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য নোটের সামনের অংশে ডান দিকে নিচে পাঁচটি ছোট বৃত্ত রয়েছে, যা হাতের স্পর্শে বোঝা যাবে। নোটে শহীদ মিনার, মূল্যমানসহ কিছু অংশ ইন্টাগ্লিও প্রিন্টে করা, যা স্পর্শে উঁচু মনে হবে।

বাংলাদেশ ব্যাংক বলছে, ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন সিরিজের অংশ হিসেবে এ নোট ছাড়া হচ্ছে। এর আগে ১০০০, ১০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট বাজারে এসেছে।

নতুন নোট চালু হলেও বর্তমানে প্রচলিত পুরনো সব কাগুজে নোট ও কয়েন আগের মতই চালু থাকবে।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়