News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৩৯, ১ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৬:৫০, ১ ডিসেম্বর ২০২৫

‘বাংলাদেশ নিয়ে বহির্বিশ্বে নেতিবাচক প্রচারণা চালাচ্ছে একটি চক্র’

‘বাংলাদেশ নিয়ে বহির্বিশ্বে নেতিবাচক প্রচারণা চালাচ্ছে একটি চক্র’

ছবি: সংগৃহীত

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, বাংলাদেশকে নিয়ে বহির্বিশ্বে নিরাপত্তা ঝুঁকিসহ নেতিবাচক প্রচারণা চালাচ্ছে একটি চক্র। যার প্রভাব পড়েছে রফতানি খাতে। তবে, এটি সাময়িক বলে মনে করেন।

সোমবার (১ নভেম্বর) দুপুরে রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) আয়োজিত গ্লোবাল সোর্সিং এক্সপো উদ্ধোধন করেন বাণিজ্য উপদেষ্টা।

রফতানিমুখী খাত চাপে পড়ার কারণ হিসেবে এই অনুষ্ঠানে রাজনৈতিক অস্থিরতাকে দায়ী করেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম। তবে তিনি বন্দর ব্যবস্থাপনায় বিদেশিদের সঙ্গে চুক্তির প্রশংসা করেন।

নভেম্বরের ২৯ দিনে এলো ২৬৮ কোটি ডলার রেমিট্যান্স

বাণিজ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ করতে চলেছে। এই মাইলফলক অগ্রগতি তুলে ধরার পাশাপাশি নতুন চ্যালেঞ্জও আছে। এই রূপান্তর সফলভাবে মোকাবেলার জন্য রফতানি বাজার বাড়াতে হবে।

গ্লোবাল সোর্সিং এক্সপোতে তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, পাটজাত ও কৃষি পণ্য, প্লাস্টিক ও কিচেনওয়্যার, ওষুধ ও তথ্যপ্রযুক্তি খাতের সক্ষমতা তুলে ধরছেন উদ্যোক্তারা। 

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়