তারেক রহমান ‘ভোটার নন’ কমিশনের সিদ্ধান্তে নির্বাচন করতে পারবেন
ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার নন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলছেন, যদি কমিশন সিদ্ধান্ত দেয় তাহলে তারেক রহমান নির্বাচন করতে পারেন।
সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ দফতরের সামনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
কমিশন সিদ্ধান্ত দেওয়ার আইনটা কী হবে জানতে চাইলে আখতার আহমেদ বলেন, ‘আপনারা একটু ভোটার তালিকা নিবন্ধন আইনটা দেখে নিন। মুখস্থ নাই আমার।’
তিনি বলেন, ‘আপনি বলেছিলেন যদি নির্বাচন কমিশন চায় যে কেউ পরে ভোটার হতে পারবেন।’ এটা কি শুধু তারেক রহমানের জন্য প্রযোজ্য কি-না জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘আমি বলেছি যে কেউ। এখানে শুধুমাত্র একজনকে ব্যক্তিগতভাবে চিহ্নিত করছি না। আপনি কেন একজনকে ব্যক্তিগত করছেন? এটা আপনার ক্ষেত্রেও হতে পারে।’
এ সময় ভোটার তালিকা প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, ‘৩১ অক্টোবরের মধ্যে যাদের বয়স ১৮ হয়েছে, নিবন্ধন সাপেক্ষে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা ভোটার তালিকা ফাইনাল করছি। কাজেই সংশ্লিষ্ট ভোটারের নাম, বাবার নাম, মায়ের নাম, পেশা, জন্ম তারিখ, তার ভোটার ঠিকানা এবং ছবি- এই সাতটা ফিল্ড এই মুহূর্তে পরিবর্তন করা যাবে না।’
আরও পড়ুন: তারেক রহমানের দেশে ফেরায় আইনগত বাধা নেই: আসিফ নজরুল
তিনি আরও বলেন, ‘আমরা ভোটার তালিকাটা ফাইনাল করার পরে কমিশনের সিদ্ধান্ত নিয়ে যদি ওপেন করা যায় এই সাতটা ফিল্ডেও সংশোধনের প্রস্তাব আমরা বিবেচনা করবো। এই মুহূর্তে যেগুলো করা যাবে সেগুলো হচ্ছে— স্বামী বা স্ত্রীর নাম, বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, প্রযোজ্যক্ষেত্রের ধর্ম, প্রতিবন্ধকতা, প্রতিবন্ধকতার ধরণ এই জিনিসগুলো, টেলিফোন নাম্বার—বিশেষ করে টেলিফোন নাম্বারটা পরিবর্তনের বিষয়টা আসছে আয়করের সঙ্গে।’
নিউজবাংলাদেশ.কম/এনডি








