ডায়াবেটিসে শীর্ষ ১০ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ ৭ম
ছবি: ইন্টারনেট
বিশ্বব্যাপী ডায়াবেটিস ও তার চিকিৎসার খরচ বিশ্বের অনেক দেশের জন্যই ক্রমবর্ধমান ও বহুমুখী জটিল চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে। সম্প্রতি গালফ নিউজের এক প্রতিবেদনে এমনটিই বলা হয়েছে।
এ প্রতিবেদনে ২০২৪ সালে বিশ্বের শীর্ষ ১০ ডায়াবেটিস হটস্পটের তালিকায় বাংলাদেশকে সপ্তম স্থানে রাখা হয়েছে। আইডিএফের হিসাবে গত বছর বাংলাদেশে ২০ থেকে ৭৯ বছর বয়সীদের মধ্যে ডায়াবেটিক রোগীই ছিল এক কোটি ৩৯ লাখ।
হটস্পটের এ তালিকায় ১৪ কোটি ৮০ লাখ রোগী নিয়ে সবার ওপরে স্থান পেয়েছে চীন। এরপরই আছে ভারতের য়অবস্থান, ২০ থেকে ৭৯ বছর বয়সীদের মধ্যে তাদের ডায়াবেটিক রোগী ৮ কোটি ৯৮ লাখ। এরপরের স্থানগুলোতে আছে যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও ব্রাজিল।
২৪ ঘণ্টায় ৪১০ নতুন ডেঙ্গু রোগী, মৃত্যু শূন্য
রোগের বিস্তারের যে হার তাতে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে ওই বয়সীদের মধ্যে ডায়াবেটিক রোগীর সংখ্যা ২ কোটি ৩১ লাখে পৌঁছাতে পারে বলেও প্রতিবেদনে ধারণা দেওয়া হয়েছে।
এ বছরের অগাস্টে আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) ডায়াবেটিস অ্যাটলাসের এ প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়েছে, বিশ্বে এখন ২০ থেকে ৭৯ বছর বয়সী প্রাপ্তবয়স্কদের মধ্যে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা ৫৮ কোটি ৯০ লাখ; অর্থ্যাৎ, প্রতি ৯ জনে একজন।
‘শনাক্ত না হওয়ায়’ বিশ্বব্যাপী আক্রান্ত ৫৮ কোটি ৯০ লাখের মধ্যে ২৫ কোটি ২০ লাখই জানেন না তাদের এই রোগ রয়েছে, অজ্ঞাতেই তারা ডায়াবেটিস সংক্রান্ত নানান জটিলতার উচ্চ ঝুঁকি বহন করে চলছেন।
বাংলাদেশেও আক্রান্ত এক কোটি ৩৯ লাখের মধ্যে ৩৯ দশমিক ১ শতাংশ তার শরীরে রোগটির বাসা বাঁধার খবর জানেন না, বলা হয়েছে চলতি বছর প্রকাশিত ডায়াবেটিস অ্যাটলাসের এই একাদশ সংস্করণে।
প্রতিবেদনে ২০৫০ সালে ওই বয়সীদের মধ্যে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৮৫ কোটি ৩০ লাখে পৌঁছাবে বলে ধারণা দেওয়া হয়েছে। সেসময় আক্রান্তদের ৮১ শতাংশই মিলবে নিম্ন ও মধ্য অর্থনীতির দেশগুলোতে।
২০২৪ সালে ডায়াবেটিসের কারণে ৩৪ লাখ মানুষের মৃত্যু হয়েছে। অর্থ্যাৎ, প্রতি ৯ সেকেন্ডে একজন। গেল বছর এই রোগের চিকিৎসায় বিশ্বব্যাপী খরচও এক লাখ কোটি ডলার ছাড়িয়েছে, যা ১৭ বছরে ৩৩৮% বেড়েছে বলে প্রতিবেদনে জোরের সঙ্গে উল্লেখ করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এনডি








