News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৫৯, ২৪ নভেম্বর ২০২৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ২, নতুন আক্রান্ত ৭০৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ২, নতুন আক্রান্ত ৭০৫

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭০৫ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

সোমবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬২ জন, চট্টগ্রাম বিভাগে ১১৬ জন, ঢাকা বিভাগে ১৩৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৭ জন, খুলনা বিভাগে ৩৪ জন, ময়মনসিংহ বিভাগে ৫৩ জন, রাজশাহী বিভাগে ৩৪ জন, রংপুর বিভাগে ৫ জন এবং সিলেট বিভাগে ১৬ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় দুজন মারা গেছেন; একজন ঢাকা বিভাগের এবং একজন সিলেট বিভাগের। একই সময়ে ৮১৬ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ৮৮,২৫৮ জন রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

আরও পড়ুন: ডেঙ্গুতে একদিনে মৃত্যু ৩, আক্রান্ত ৫৯৩

২৪ নভেম্বর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯০,৯৬৯ জন। আক্রান্তদের মধ্যে ৬২.৩ শতাংশ পুরুষ এবং ৩৭.৭ শতাংশ নারী। চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা ৩৬৬ জন।

গত বছরের তুলনায় ডেঙ্গুর প্রকোপ কিছুটা কমেছে। ২০২৪ সালে দেশে মোট আক্রান্ত হয়েছিল ১,০১,২১৪ জন এবং মৃত্যুর সংখ্যা ছিল ৫৭৫ জন। ২০২৩ সালে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৩,২১,১৭৯ জন এবং মৃত্যুর সংখ্যা ১,৭০৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর নাগরিকদের সতর্ক থাকতে এবং মশার প্রজনন রোধে বাড়ির আশেপাশে পানি জমতে না দেওয়ার পাশাপাশি ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়