News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:১০, ২৪ নভেম্বর ২০২৫

ভূমিকম্পে কেঁপে উঠলো সৌদি আরব, ইরাক ও ভারত

ভূমিকম্পে কেঁপে উঠলো সৌদি আরব, ইরাক ও ভারত

ফাইল ছবি

মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার তিন দেশে একই সময়ে ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। সৌদি আরব, ইরাক ও ভারতের গুজরাটে আঘাত হানা এসব কম্পন তীব্রতায় ভিন্ন হলেও আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।

সৌদি আরবে মৃদু কম্পন
শনিবার (২২ নভেম্বর) সৌদি আরবের পশ্চিমাঞ্চলের হরাত আল-শাকা এলাকায় একটি মৃদু ভূমিকম্প রেকর্ড করেছে দেশটির জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ নেটওয়ার্ক। 

সৌদি জিওলজিক্যাল সার্ভে (এসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৪৩। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মদিনা অঞ্চলের আল-আইস এবং তাবুক অঞ্চলের উমলুজ গভর্নরেটের মধ্যবর্তী হরাত আল-শাকা থেকে প্রায় ৮৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে। হরাত আল-শাকা সৌদি আরবের অন্যতম প্রধান আগ্নেয় লাভাক্ষেত্র হিসেবে পরিচিত। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: বিশ্বে ২৪ ঘণ্টায় ৯১টি ভূমিকম্প

ইরাকে শক্তিশালী কম্পন
একই দিনে ইরাকেও একটি ভূমিকম্প রেকর্ড করা হয়। 
এসজিএসের তথ্যমতে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.০৯। তুলনামূলকভাবে শক্তিশালী হলেও এখানেও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

গুজরাটে ভোরের ভূমিকম্প
অন্যদিকে সোমবার (২৪ নভেম্বর) ভোরে ভারতের গুজরাট রাজ্যেও ভূমিকম্প অনুভূত হয়। 

স্থানীয় গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে, সৌরাষ্ট্রের তালালা থেকে প্রায় ১৫ কিলোমিটার উত্তর-উত্তর-পূর্বে উৎপত্তি হওয়া এ কম্পনের মাত্রা ছিল ৩.০। রাজধানী গান্ধীনগরসহ আশপাশের এলাকায় কম্পন অনুভূত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তিন দেশে একই সময়ে রেকর্ড হওয়া এসব ভূমিকম্পে ক্ষয়ক্ষতির খবর না থাকলেও বিশেষজ্ঞরা মনে করছেন, ভূগর্ভস্থ আগ্নেয়গিরি ও টেকটোনিক প্লেটের নড়াচড়া এ ধরনের কম্পনের কারণ হতে পারে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়