বিশ্বে ২৪ ঘণ্টায় ৯১টি ভূমিকম্প
ছবি: সংগৃহীত
শুক্রবারের প্রাণঘাতী ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আবারও কম্পন।
শনিবার (২২ নভেম্বর) মাত্র ৮ ঘণ্টার ব্যবধানে তিনটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ঘন ঘন এমন ভূকম্পনকে ভালো লক্ষণ নয় বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা, যা রাজধানীজুড়ে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।
বিশ্বব্যাপী ভূমিকম্প পর্যবেক্ষক ওয়েবসাইট আর্থকোয়াকট্র্যাকার ডটকম জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৯১টি ভূমিকম্প রেকর্ড হয়েছে। তাদের রবিবার (২৩ নভেম্বর) দুপুরের আপডেট বলছে, গত সাত দিনে ৮৫২টি ভূমিকম্প হয়েছে বিশ্বজুড়ে।
বিশেষজ্ঞদের মতে, ঘন ঘন ছোট কম্পন বড় ভূমিকম্পের প্রস্তুতিচিহ্ন হতে পারে। তাই এসব ঘটনাকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলে তারা সতর্ক করেছেন।
আরও পড়ন: এবার ইন্দোনেশিয়ায় ৫.২ মাত্রার ভূমিকম্প
উল্লেখ্য, গত শুক্রবার দেশের বিভিন্ন স্থানে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানীসহ সারাদেশ। এতে শিশুসহ ১০ জন নিহত ও ৬০০ জনের বেশি আহত হন। সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটে নরসিংদীতে (৫ জন)। ঢাকায় চারজন এবং নারায়ণগঞ্জে একজনের মৃত্যু হয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি








