News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৫৯, ২১ নভেম্বর ২০২৫

মেক্সিকান ফাতিমা বশের মাথায় উঠলো মিস ইউনিভার্সের মুকুট

মেক্সিকান ফাতিমা বশের মাথায় উঠলো মিস ইউনিভার্সের মুকুট

ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে অনুষ্ঠিত ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় জয়ী হয়েছেন মেক্সিকান সুন্দরী ফাতিমা বশ। 

শুক্রবার (২১ নভেম্বর) রাতে আয়োজিত মহাসমারোহে গতবারের মিস ইউনিভার্স, ডেনমার্কের ভিক্টোরিয়া ক্যায়ের থেইলভিগ তাকে মুকুট প্রদান করেন।

রানারআপ হন আয়োজক দেশের প্রাভিনার সিংহ। শীর্ষ পাঁচে জায়গা করে নেন ভেনেজুয়েলার স্টেফানি আবাসালি, ফিলিপাইনের আটিসা মানালো এবং আইভরি কোস্টের অলিভিয়া ইয়াসে।

বিশ্বব্যাপী সৌন্দর্য প্রতিযোগিতার ‘সুপার বোল’ হিসেবে পরিচিত মিস ইউনিভার্সে এ বছর অংশ নিয়েছেন ১২০ দেশের প্রতিনিধি। প্রথমবারের মতো ফিলিস্তিনের প্রতিনিধি নাদিন আয়ুব অংশ নেন; তিনি সেমিফাইনালে পৌঁছালেও শীর্ষ ৩০-এ স্থান পাননি।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মার্কিন কৌতুকশিল্পী স্টিভ বায়ার্ন, উদ্বোধনী পরিবেশনায় ছিলেন থাই তারকা জেফ স্যাচুর। দীর্ঘ তিন সপ্তাহের প্রস্তুতি শেষে প্রতিযোগীরা থাইল্যান্ড জুড়ে বিভিন্ন রিহার্সাল ও ইভেন্টে অংশ নেন।

ন্যাশনাল কস্টিউম শোকেসে প্রতিযোগীরা নিজেদের দেশের ঐতিহ্য ফুটিয়ে তোলা চোখ ধাঁধানো পোশাক প্রদর্শন করেন।

প্রিলিমিনারির সন্ধ্যায় জ্যামাইকার গাব্রিয়েল হেনরি পড়ে গেলে তাকে পরে চিকিৎসকের তত্ত্বাবধানে নেওয়া হয়। মিস ইউনিভার্স প্রেসিডেন্ট জানান, তার কোনো হাড় ভাঙেনি।

আরও পড়ুন: সালমানের বাড়িতে গুলি চালানো আনমোল বিষ্ণোই গ্রেফতার

ফাইনালে প্রশ্ন করা হয়, জাতিসংঘে সুযোগ পেলে কোন বৈশ্বিক ইস্যু নিয়ে কথা বলবেন এবং কিশোরী মেয়েদের ক্ষমতায়নে প্ল্যাটফর্ম ব্যবহার করবেন কীভাবে। ফাতিমা বশের উত্তরে উঠে আসে স্বকীয়তার গুরুত্ব ও স্বপ্নের মূল্য রক্ষার বার্তা।

ফাতিমা বশের এই জয় সৌন্দর্য প্রতিযোগিতার ভুবনে নতুন দৃষ্টিভঙ্গি ও পরিবর্তনের বার্তা বহন করছে বলে বিশেষজ্ঞরা মন্তব্য করছেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়