News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:২২, ১৮ নভেম্বর ২০২৫
আপডেট: ১০:২৩, ১৮ নভেম্বর ২০২৫

সম্মানসূচক অস্কার পেলেন টম ক্রুজ

সম্মানসূচক অস্কার পেলেন টম ক্রুজ

টম ক্রুজ। ছবি: সংগৃহীত

১৬ নভেম্বর অ্যাকাডেমির গভর্নরস অ্যাওয়ার্ডসে সম্মানসূচক অস্কার অর্জন করেছেন হলিউড সুপারস্টার টম ক্রুজ। তার হাতে এই পুরস্কার তুলে দিয়েছেন পরিচালক আলেহান্দ্রো জি. ইনারিতু।

ক্রুজ ছাড়াও কোরিওগ্রাফার-অভিনেত্রী ডেবি অ্যালেন, প্রোডাকশন ডিজাইনার উইন থমাস, সংগীতশিল্পী ও মানবাধিকারকর্মী ডলি পার্টন সম্মানসূচক অস্কার পেয়েছেন।

পুরস্কার গ্রহণের পর টম ক্রুজ বলেন, সিনেমা আমাকে সারা পৃথিবী ঘুরে দেখিয়েছে। এটি পার্থক্যের সৌন্দর্য বুঝিয়েছে, পাশাপাশি আমাদের মিলও দেখিয়েছে। সিনেমা হলে আমরা একসঙ্গে হাসি, কাঁদি, অনুভব করি। এটাই এই শিল্পের শক্তি। ফিল্ম বানানো আমার কাজ নয়- এটাই আমি।

ছোটবেলার স্মৃতিচারণায় আবেগপ্রবণ হয়ে ক্রুজ জানান, সিনেমা হলে প্রজেক্টরের আলো তার কল্পনাকে উন্মুক্ত করেছিল। সেই আলো আমাকে দেখিয়েছে বড় একটি অজানা পৃথিবী- নতুন মানুষ, নতুন গল্প।

পুরস্কার মৌসুমের এই আয়োজনে জেনিফার লরেন্স, মাইকেল বি. জর্ডান, সিডনি সুইনি, লিওনার্দো ডিক্যাপ্রিও, ডোয়াইন জনসন, এমা স্টোনসহ অসংখ্য সেলিব্রিটি উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ‘ভারতীয় গুপ্তচর’ অ্যাখ্যা দিয়ে অভিনেত্রী শাওনের গ্রেফতার দাবি

প্রসঙ্গত, টম ক্রুজ বর্তমানে পরিচালক আলেহান্দ্রো জি. ইনারিতুর একটি সিনেমায় অভিনয় করছেন, যা ২০২৬ সালের অক্টোবর মাসে মুক্তি পাবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়